
চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পর রোহিত শর্মা অবসর না নেওয়ার ঘোষণা দিয়েছিলেন। তবে ২০২৭ বিশ্বকাপে খেলা নিয়ে কিছুটা ধোঁয়াশা তৈরি হয়েছিল। এখন রোহিত নিজে এই বিশ্বকাপে খেলার প্রস্তুতি নিতে শুরু করেছেন। তিনি কেকেআরের প্রাক্তন সহকারী কোচ এবং গৌতম গম্ভীরের সহকারী অভিষেক নায়ারের সাহায্য নিচ্ছেন।
এ বিষয়ে এক ওয়েবসাইটের প্রতিবেদন অনুযায়ী, রোহিত নায়ারের সঙ্গে পরামর্শ করে নিজের ফিটনেস, ব্যাটিং ও দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করবেন। ২০২৩ বিশ্বকাপ, ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে তার আগ্রাসী কৌশল খুবই কার্যকরী হয়েছে। ২০২৭ বিশ্বকাপের জন্য আনুমানিক ২৭টি এক দিনের ম্যাচ রয়েছে এবং রোহিত এই ম্যাচগুলি প্রস্তুতির অংশ হিসাবেই খেলবেন।
নায়ারের সহায়তায় কেএল রাহুল, দীনেশ কার্তিকদের মতো ক্রিকেটারেরাও সাফল্য পেয়েছেন এবং রাহুল বহুবার নায়ারের সহায়তার কথা স্বীকার করেছেন। রোহিত ও নায়ারের অতীতে মুম্বই দলে সতীর্থ হওয়া সত্ত্বেও, সাম্প্রতিক আইপিএলে তাদের মধ্যে একান্ত আলোচনা হতে দেখা গিয়েছিল।
তবে রোহিতের টেস্ট ক্রিকেটে ভবিষ্যত সম্পর্কে এখনো কিছু বলা যায়নি। সিডনি টেস্টে তিনি নিজেই নিজেকে বাদ দিয়েছিলেন। তার মনোভাব এখনো টেস্ট ক্রিকেটে খেলার প্রতি ইতিবাচক। এখন রোহিতের নজর শুধুমাত্র আইপিএলের দিকে। সূত্র : আনন্দবাজার
এমজে