Logo

খেলা

চ্যাম্পিয়ন্স ট্রফি

পুরস্কার বিতর্ক এড়াতে পাকিস্তানকে সফল আয়োজক বলে শুভেচ্ছা আইসিসির

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৩ মার্চ ২০২৫, ১৫:৪৯

পুরস্কার বিতর্ক এড়াতে পাকিস্তানকে সফল আয়োজক বলে শুভেচ্ছা আইসিসির

সন্ত্রাসী হামলার হুমকি, অব্যবস্থার অভিযোগ এবং বৃষ্টির কারণে ম্যাচ বাতিল— এরূপ নানা চ্যালেঞ্জ সত্ত্বেও  চ্যাম্পিয়ন্স ট্রফি দাুরুণভাবে সম্পন্ন করেছে পাকিস্তান। এর মধ্যে  টুর্নামেন্টটিকে ‘সফল’ বলে ঘোষণা করল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলও (আইসিসি)। তবে পুরস্কার বিতরণী মঞ্চে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রতিনিধিদের ডাক না দেওয়ায় নতুন বিতর্ক তৈরি হয়েছে।  

আইসিসির চিফ এক্সিকিউটিভ জিওফ অ্যালড্রাইস এক বিবৃতিতে বলেন, ‘আমরা পিসিবিকে ধন্যবাদ জানাতে চাই সফলভাবে টুর্নামেন্ট আয়োজনের জন্য।’ এমন একটি সফল আয়োজনেও নিরাপত্তার কারণে পাকিস্তানে না গিয়ে দুবাইয়ে নিজেদের ম্যাচগুলো খেলেছে ভারত।  

তবে সবচেয়ে বড় বিতর্ক তৈরি হয়েছে পুরস্কার বিতরণী অনুষ্ঠান নিয়ে। পিসিবি সভাপতি মহসিন নকভি না থাকলেও তাদের প্রতিনিধি দুবাইয়ে উপস্থিত ছিলেন। কিন্তু জয় শাহের নেতৃত্বাধীন আইসিসি কর্তৃপক্ষ পিসিবি সিইও সুমের আহমেদকে মঞ্চে ডাকেনি। পাকিস্তান ব্যাখ্যা চাইলেও আইসিসি জানিয়ে দেয়, এ নিয়ে কোনো মন্তব্য করা হবে না।  

বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা যেখানে পাকিস্তানের ভূমিকাকে সফল বলে অভিহিত করেছে, সেখানে পুরস্কার বিতরণে তাদের প্রতিনিধি না রাখা নিঃসন্দেহে প্রশ্নের জন্ম দিচ্ছে। অনেকেই মনে করছেন, পুরস্কার বিতর্ক এড়াতে আইসিসি আনুষ্ঠানিকভাবে পাকিস্তানকে শুভেচ্ছা জানিয়েছে।

ডিআর/বিএইচ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর