হ্যারি ব্রুক আইপিএলে দুই বছরের জন্য নিষিদ্ধ, নেপথ্যে কী

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৪ মার্চ ২০২৫, ১৩:৫২
-67d3e03f382e8.jpg)
আন্তর্জাতিক ক্রিকেটকে সময় দেওয়ার লক্ষ্যে শেষ মুহূর্তে আইপিএল থেকে নাম প্রত্যাহার করায় ইংল্যান্ডের ব্যাটসম্যান হ্যারি ব্রুককে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
ব্রুক চলতি মৌসুমে দিল্লি ক্যাপিটালসের সঙ্গে চুক্তিবদ্ধ ছিলেন। তবে টুর্নামেন্ট শুরুর এক সপ্তাহ আগে তিনি নাম প্রত্যাহার করেন। এর আগেও গত মৌসুমে দাদির মৃত্যুর কারণে দিল্লির সঙ্গে চুক্তি বাতিল করেছিলেন তিনি।
বিসিসিআইয়ের এক কর্মকর্তা ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছেন, আইপিএলের নতুন নিয়ম অনুযায়ী, বিদেশি খেলোয়াড়রা যেন হুট করে নাম প্রত্যাহার করতে না পারেন, তাই এই নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে। ইনজুরি ছাড়া অন্য কোনো ব্যক্তিগত কারণে নিলামে দল পাওয়ার পর টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ালে শাস্তি হিসেবে দুই বছরের নিষেধাজ্ঞা দেওয়া হবে।
২০২৩ সালে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএল খেলেছিলেন ব্রুক। সে বছর কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ৫৫ বলে সেঞ্চুরি করে আলোচনায় আসেন তিনি।
নিষেধাজ্ঞার ফলে ব্রুক ২০২৭ সালের আগে আইপিএলে খেলতে পারবেন না।
- এমজে