-67d3e2107bcfa.jpg)
আফগানিস্তানের ক্রিকেট মহলে শোক নেমে এসেছে। আফগান ব্যাটার হজরতুল্লাহ জাজাই তার দু’বছরের কন্যাকে হারিয়েছেন। আফগান ক্রিকেটার করিম জানাত সামাজিক মাধ্যমে এ তথ্য জানান।
২৬ বছর বয়সী জাজাই নিজের এই পারিবারিক শোকের কথা প্রকাশ না করলেও করিম জানাত তার প্রতি সমবেদনা জানিয়ে বিষয়টি সামনে আনেন। তিনি লিখেছেন, ‘সকলের মতো আমিও গভীর শোকে আছি। ভাইয়ের মতো ঘনিষ্ঠ বন্ধু হজরতুল্লাহ জাজাই তার শিশুকন্যাকে হারিয়েছে। এই কঠিন সময়ে ওর এবং ওর পরিবারের জন্য আমার হৃদয় ভেঙে যাচ্ছে। প্রার্থনা করি ওরা এই দুঃসহ যন্ত্রণা সইবার শক্তি পাক।’
তবে ঠিক কী কারণে জাজাইয়ের শিশুকন্যার মৃত্যু হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি।
২০১৬ সালে আফগানিস্তানের জাতীয় দলে অভিষেক হওয়া জাজাই ১৬টি ওয়ানডে ও ৪৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। গত ডিসেম্বরে শেষবার জাতীয় দলের জার্সিতে মাঠে নামলেও আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা পাননি তিনি।
এমজে