Logo

খেলা

বিশ্বকাপের আগে সিরিজ খেলতে চায় বাংলাদেশ-আফগানিস্তান

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৪ মার্চ ২০২৫, ১৫:৩৫

বিশ্বকাপের আগে সিরিজ খেলতে চায় বাংলাদেশ-আফগানিস্তান

আগামী ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে সিরিজ আয়োজনের পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।

ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, আইসিসির ভবিষ্যৎ সূচির বাইরে আগামী অক্টোবর মাসে সিরিজ আয়োজন করতে আগ্রহ প্রকাশ করেছে দুই দেশের বোর্ডই। মূলত টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে এ সিরিজটি করতে চায় তারা।

বিসিবির এক কর্মকর্তা ক্রিকবাজকে বলেন, ‘আমরা ইতিমধ্যে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সাথে পূর্বে স্থগিত হওয়া সিরিজ নিয়ে আলোচনা শুরু করেছি। রমজান পরবর্তী সময়ে আরও আলোচনা হবে। আমরা তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার আশা করছি। কারণ আমরা এটিকে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে বিবেচনা করছি।’

এসিবির এক কর্মকর্তা বলেন, ‘আমি মনে করি, যদি আপনি এফটিপি (ফিউচার ট্যুর প্রোগ্রাম) দেখেন, তাহলে আপনি তথ্য পাবেন যে অক্টোবর ২ থেকে ১২ তারিখের মধ্যে একটি উইন্ডো (সময়) রয়েছে। আমরা তারিখ ও বিস্তারিত চূড়ান্ত করতে আলোচনা করছি।’

বাংলাদেশ ও আফগানিস্তানের ২০২৪ সালের জুনে পূর্ণাঙ্গ সিরিজ খেলার কথা ছিল। দুই টেস্টের সঙ্গে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ছিল। সিরিজটির স্বাগতিক ছিল আফগানিস্তান। ভারতে তারা ম্যাচ খেলতে চেয়েছিল। কিন্তু ওই সময় ভারতের নির্ধারিত অঞ্চলে বৃষ্টির মৌসুম ছিল। যে কারণে বিসিবি সিরিজ খেলতে সম্মত হয়নি।

পরে নভেম্বরে সংযুক্ত আরব আমিরাতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছিল দুই দল, যা ছিল চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতির অংশ। এবার আলোর মুখ দেখতে পারে টি-টোয়েন্টি সিরিজ। দুই বোর্ড ফাঁকা সূচি পেলে টেস্ট সিরিজও খেলার বিষয়ে আশাবাদী।

ডিআর/এমবি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর