Logo

খেলা

নারী বিশ্বকাপ বাছাইয়ের সূচি ঘোষণা, বাংলাদেশের ম্যাচ কবে কার সাথে?

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৪ মার্চ ২০২৫, ২১:২২

নারী বিশ্বকাপ বাছাইয়ের সূচি ঘোষণা, বাংলাদেশের ম্যাচ কবে কার সাথে?

আগামী অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠিত হবে নারী ক্রিকেট বিশ্বকাপ। এই টুর্নামেন্টের জন্য বাংলাদেশকে খেলতে হবে বাছাইপর্ব। ছয় দল ও ১৫ ম্যাচের এই বাছাইপর্ব ৯ এপ্রিল থেকে ১৯ এপ্রিল হবে পাকিস্তানের লাহোরে। 

শুক্রবার (১৪ মার্চ) আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এই টুর্নামেন্টের সূচি ঘোষণা করেছে। 

৯ এপ্রিল প্রথম দিনে পাকিস্তান খেলবে আয়ারল্যান্ডের বিপক্ষে। একই দিনে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে স্কটল্যান্ড। ১০ এপ্রিল এলসিসিএ মাঠে বাংলাদেশ খেলবে থাইল্যান্ডের বিপক্ষে। এই ম্যাচের পর দুই দিন বিরতি পাচ্ছে বাংলাদেশ। ১৩ এপ্রিল গাদ্দাফি স্টেডিয়ামে আইরিশদের মুখোমুখি হবে জ্যোতির দল।

গাদ্দাফি স্টেডিয়ামে ১৫ এপ্রিল বাংলাদেশ খেলবে স্কটল্যান্ডের বিপক্ষে। ১৭ ও ১৯ এপ্রিল জ্যোতির দল খেলবে ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের বিপক্ষে। এই দুই ম্যাচ হবে এলসিসিএ মাঠে। ১৩ ও ১৫ এপ্রিল বাংলাদেশের ম্যাচ দুটি দিবারাত্রির। জ্যোতিদের বাকি তিন ম্যাচ হবে সকালে।

এ বছরের অক্টোবরে ভারতে শুরু হচ্ছে নারী ওয়ানডে বিশ্বকাপ। ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা- এই ছয় দল সরাসরি বিশ্বকাপ খেলার টিকিট কেটেছে। বাছাইপর্ব থেকে উঠবে আরও দুই দল। আট দলের বিশ্বকাপে হবে ৩১ ম্যাচ।

এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর