
বাংলাদেশের জাতীয় ফুটবল দলের জার্সি গায়ে খেলার জন্য ইংল্যান্ডের শেফিল্ড ইউনাইটেডের মিডফিল্ডার হামজা দেওয়ান চৌধুরী দেশে এসে পৌঁছেছেন। বাংলাদেশের ফুটবলপ্রেমীদের জন্য এ যেন এক বড় সুখবর।
সোমবার (১৭ মার্চ) সকাল পৌনে ১১টায় সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন হামজা। বাংলাদেশ সময় রাত ২টায় ম্যানচেস্টার থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিলেট আসেন তিনি।
এয়ারপোর্টে তাকে বরণ করে নিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাতজন নির্বাহী সদস্য। তারা হলেন—শাহীন, হিল্টন, গাউস, ইকবাল, রুপু, সবুজ এবং মঞ্জু। এছাড়া, হামজার সাথে উপস্থিত ছিলেন তার বাবা মোরশেদ দেওয়ান চৌধুরী।
হামজা দেওয়ান চৌধুরীকে স্বচক্ষে দেখতে সিলেট এয়ারপোর্টে উপস্থিত ছিলেন অসংখ্য সমর্থক। অনেকেই ব্যানার হাতে দাঁড়িয়ে ছিলেন, আবার কেউ শুধু এক নজর দেখতে এসেছিলেন। গণমাধ্যমকর্মীরাও হামজার আগমন নিয়ে বিমানবন্দরে ভিড় জমিয়েছিলেন।
এটি হামজার প্রথম বাংলাদেশ সফর নয়, তবে এবারের সফরটি বিশেষ। তিনি প্রথমবারের মতো বাংলাদেশের জাতীয় ফুটবল দলের সদস্য হিসেবে দেশে এসেছেন। হামজার সঙ্গে তার মা, স্ত্রী ও সন্তানরা বাংলাদেশে এসেছেন।
বিমানবন্দর থেকে সোজা হবিগঞ্জের বাহুবল থানার স্নানঘাট গ্রামে চলে যাবেন হামজা, যেখানে তিনি আজ তার পরিবারের সঙ্গে সময় কাটাবেন। তার আগমনকে কেন্দ্র করে হবিগঞ্জে উৎসবের পরিবেশ তৈরি হয়েছে।
আগামীকাল ঢাকায় আসতে পারেন হামজা। এরপর জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন।
২৫ মার্চ ভারতের বিপক্ষে আন্তর্জাতিক ম্যাচে দেশের হয়ে প্রথম ম্যাচ খেলবেন হামজা।
এমএইচএস