Logo

খেলা

৫ ম্যাচ টি-২০ সিরিজ

দ্বিতীয় ম্যাচেও নিউজিল্যান্ডের কাছে পাকিস্তানের হার

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৮ মার্চ ২০২৫, ১৩:৫৪

দ্বিতীয় ম্যাচেও নিউজিল্যান্ডের কাছে পাকিস্তানের হার

সিরিজের প্রথম টি-২০ ম্যাচে পাকিস্তানকে মাত্র ৯১ রানে অলআউট করে ১০.১ ওভারেই ম্যাচ জিতে নেয় নিউজিল্যান্ড। এবার সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচেও কিউইদের হাতে লাঞ্ছিত হতে হলো পাকিস্তানকে। ডানেডিনে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে স্বাগতিকদের কাছে ৫ উইকেটে হার দেখেছে সালমান আলি আগার নেতৃত্বাধীন দলটি। এতে ৫ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল নিউজিল্যান্ড।

মঙ্গলবার (১৮ মার্চ) বাংলাদেশ সময় ভোরে খেলা শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে শুরু হয়নি ম্যাচ। পরে খেলা কমে দাঁড়ায় ১৫ ওভারে। টস হেরে আগে ব্যাট করে পাকিস্তান সংগ্রহ করে ৯ উইকেটে ১৩৫ রান। শুরুতেই দুই ওপেনার দ্রুত বিদায় নেন। তবে অধিনায়ক সালমান আগার ৪৬ রানের ইনিংস ও শেষ দিকে শাদাব খান (২৬ বলে ১৪) এবং শাহিন শাহ আফ্রিদির (২২ রান) ঝড়ো ব্যাটিংয়ে লড়াই করার মতো সংগ্রহ পায় সফরকারীরা।

নিউজিল্যান্ডের হয়ে চারজন বোলার নিয়েছেন দুটি করে উইকেট। সবচেয়ে উজ্জ্বল ছিলেন জ্যাকব ডাফি—৩ ওভারে মাত্র ২০ রান দিয়ে ২ উইকেট। বেন সিয়ার্স, জিমি নিশাম ও ইশ সোধিও পান সমান উইকেট।

জবাবে দুর্দান্ত শুরু করে পাকিস্তানের পেসার শাহিন আফ্রিদি, প্রথম ওভারে দেন মেডেন। তবে এরপর ম্যাচের রাশ চলে যায় কিউইদের হাতে। টিম সেইফার্ট মাত্র ২২ বলে খেলেন ৪৫ রানের ঝড়ো ইনিংস। তার সঙ্গে যোগ দেন ফিন অ্যালেন, মাত্র ১৬ বলে করেন ৩৮ রান। তাতেই ভেঙে পড়ে পাকিস্তানের বোলিং লাইনআপ। শেষ দিকে মিচেল হে (২১ বলে ১৬) ও অধিনায়ক মিচেল ব্রেসওয়েল (৫ রান) দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।

প্রথম ম্যাচেও বড় ব্যবধানে হার দেখে পাকিস্তান। এবার সিরিজ রক্ষার চ্যালেঞ্জ তাদের সামনে। তৃতীয় টি-টোয়েন্টি হবে ২১ মার্চ, অকল্যান্ডে। বাকি দুটি ম্যাচ ২৩ ও ২৬ মার্চ।

বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানকে বাদ দিয়ে নতুন যুগের টি-টোয়েন্টি দল গঠন করেছে পাকিস্তান। কিন্তু সেই নতুন অধ্যায়ের শুরুটা হচ্ছে একেবারে হতাশাজনক। প্রথম ম্যাচে বড় ব্যবধানে হারার পর দ্বিতীয় ম্যাচেও একই পরিণতি। দ্বিতীয় সারির নিউজিল্যান্ড দলের কাছেই ধারাবাহিকভাবে হেরে যাচ্ছে পাকিস্তান।

ডিআর/বিএইচ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

পাকিস্তান নিউজিল্যান্ড ক্রিকেট

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর