Logo

খেলা

টি-২০ সিরিজ

ঘুরে দাঁড়াল পাকিস্তান, তৃতীয় ম্যাচে ৯ উইকেটের জয়

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২১ মার্চ ২০২৫, ১৬:০৬

ঘুরে দাঁড়াল পাকিস্তান, তৃতীয় ম্যাচে ৯ উইকেটের জয়

পাঁচ ম্যাচ টি-২০ সিরিজের তৃতীয় ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে নিউজিল্যান্ডকে ৯ উইকেটে পরাজিত করেছে পাকিস্তান।

শুক্রবার (২০ মার্চ) অকল্যান্ডে অনুষ্ঠিত ম্যাচের শুরুতে পাকিস্তান টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয়। পাকিস্তানি বোলারদের চেষ্টার পরও নিউজিল্যান্ড শক্তিশালী ব্যাটিং প্রদর্শন করে ১৯.৫ ওভারে ২০৪ রান সংগ্রহ করে অলআউট হয়।

পাকিস্তানের হয়ে হারিস রউফ ৩টি, শাহীন আফ্রিদি, আবরার আহমেদ ও আব্বাস আফ্রিদি ২টি করে এবং শাদাব খান ১টি উইকেট শিকার করেন।

২০৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে পাকিস্তানি টপ অর্ডার অসাধারণ ব্যাটিং প্রদর্শন করে। ওপেনার মোহাম্মদ হারিস ৪১ রান করে আউট হলেও, হাসান নওয়াজ ৪৪ বলে দুর্দান্ত সেঞ্চুরি করেন। অধিনায়ক সালমান আলি আঘা তার সঙ্গে ৩১ বলে ৫১ রান করে দলের জয় নিশ্চিত করেন।

এই ম্যাচে পাকিস্তান একাদশে আব্বাস আফ্রিদি ও আবরার আহমেদকে অন্তর্ভুক্ত করা হয়, অন্যদিকে মোহাম্মদ আলি ও জেহানদাদ খানকে দল থেকে বাদ দেওয়া হয়।

পাকিস্তান দলে ছিলেন মোহাম্মদ হারিস, হাসান নওয়াজ, সালমান আলি আঘা, ইরফান নিয়াজি, শাদাব খান, আবদুস সামাদ, খুশদিল শাহ, শাহীন আফ্রিদি ও হারিস রউফ।

উল্লেখ্য, পাঁচ ম্যাচের সিরিজে নিউজিল্যান্ড দুটি ও পাকিস্তান একটি ম্যাচ জিতেছে।

ডিআর/বিএইচ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর