
ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচ খেলার সময় হার্ট অ্যাটাকের শিকার হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। অবস্থা গুরুতর হওয়ায় তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। পরে তামিমের হার্টে রিং পরানো হয়েছে।
সোমবার (২৪ মার্চ) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল-ক্লিনিক শাখা) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান এ তথ্য জানান।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক বলেন, তিনি (তামিম ইকবাল) অ্যাকিউট এমআই বা হার্ট অ্যাটাকের শিকার হন। যার ফলে কার্ডিয়াক অ্যারেস্ট হয়। প্রাথমিকভাবে প্রাইমারি পিসিআই করা হয় এবং এলসিএক্স নামের ধমনীতে ব্লক ধরা পড়ে। তাই জরুরিভিত্তিতে সেখানে স্টেন্ট (রিং) বসানো হয়েছে। এর মাধ্যমে ব্লকেজ কমে গিয়ে হার্টে রক্তপ্রবাহ বাড়ে, যা তাকে দ্রুত সুস্থ হতে সহায়তা করবে।
তিনি বলেন, প্রথমে হাসপাতালে আসার পর তিনি ছেড়ে চলে যান, কিন্তু পরে আবার কার্ডিয়াক অ্যারেস্ট হলে পুনরায় ভর্তি হন। তাকে ১৫ মিনিট ধরে সিপিআর দেওয়া হয়। তিনি তখন অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় ছিলেন এবং বর্তমানে সিসিইউতে (করোনারি কেয়ার ইউনিট) আছেন। তার স্ত্রী এবং বিকেএসপি পরিচালকের সাথে যোগাযোগ করা হয়েছে।
এর আগে সোমবার (২৪ মার্চ) সকালে সাভারের বিকেএসপির তিন নম্বর মাঠে শাইনপুকুরের বিপক্ষে খেলতে নেমেছিলেন তামিম। একপর্যায়ে বুকে তীব্র ব্যথা অনুভব করতে থাকেন তিনি। পরে তাকে বিকেএসপির পাশে ফজিলাতুন্নেছা হাসপাতালে নেওয়া হয়েছে।
মোহামেডানের কর্মকর্তা তরিকুল ইসলাম টিটু জানিয়েছেন, তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে নেওয়ার পরিকল্পনা ছিল। তবে হেলিকপ্টারে স্থানান্তর করার মতো শারীরিক উন্নতি না হওয়ায় সাভারেই চিকিৎসা দেওয়া হচ্ছে।
হাসপাতাল সূত্রে বিসিবির চিকিৎসা বিভাগের প্রধান দেবাশীষ চৌধুরী জানান, হার্ট অ্যাটাক হয়েছিল তামিমের। তিনি কার্ডিয়াক বিভাগে চিকিৎসাধীন।
তামিম ইকবালের সবশেষ অবস্থা নিয়ে ডিপিএল সমন্বয়কারী সাব্বির আহমেদ রুবেল জানান, তিনি বর্তমানে সাভারের ফজিলাতুননেসা হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন।
জানা গেছে, হাসপাতালে আসার পর তামিমকে এনজিওগ্রাম করানো হয়েছে, হার্টে ব্লক পাওয়া গেছে। অবস্থা কিছুটা উন্নতির দিকে।
তামিমের স্ত্রী আয়েশা সিদ্দিকা, বড় ভাই সাবেক ক্রিকেটার নাফীস ইকবালসহ পরিবারের অন্য সদস্যরা হাসপাতালে পৌঁছেছেন।
এদিকে তামিমের অসুস্থতার খবরে বিসিবির পূর্বনির্ধারিত বোর্ডসভা স্থগিত করা হয়েছে। তামিমকে দেখতে হাসপাতালে গেছেন বিসিবি পরিচালক ও কর্মকর্তারা।
ডিআর/এমবি