Logo

খেলা

ওয়ানডে সিরিজ শুরুর আগেই ছিটকে গেলেন ল্যাথাম

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৭ মার্চ ২০২৫, ১৭:২৪

ওয়ানডে সিরিজ শুরুর আগেই ছিটকে গেলেন ল্যাথাম

পাকিস্তানের বিপক্ষে আসন্ন তিন ম্যাচ ওয়ানডে সিরিজ শুরুর আগেই ছিটকে গেলেন নিউজিল্যান্ডের ভারপ্রাপ্ত অধিনায়ক টম ল্যাথাম।

অনুশীলনে ব্যাটিংয়ের সময় ডান হাতের আঙুলে আঘাত পান ল্যাথাম। এক্স-রে রিপোর্ট অনুযায়ী তার আঙুলে চিড় ধরা পড়েছে। ওয়ানডে সিরিজে ল্যাথামের পরিবর্তে নিউজিল্যান্ডকে নেতৃত্ব দেবেন টি-টোয়েন্টিতে দায়িত্ব পালন করা মাইকেল ব্রেসওয়েল। তার অধীনে পাকিস্তানের বিপক্ষে সদ্য পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৪-১ ব্যবধানে জিতেছে নিউজিল্যান্ড।  

ল্যাথামের বদলি হিসেবে দলে সুযোগ পেয়েছেন হেনরি নিকোলস। ৭৮ ওয়ানডেতে ২১১৬ রান করেছেন তিনি। গেল বছরের নভেম্বরে সর্বশেষ ওয়ানডে খেলেছেন তিনি।

নিউজিল্যান্ডের কোচ গ্যারি স্টিড বলেন, ‘সিরিজ শুরুর আগে অধিনায়ক টমকে হারানো আমাদের জন্য হতাশার। আশা করছি সে দ্রুত সুস্থ হয়ে উঠবে। টি-টোয়েন্টি সিরিজে দলকে দারুণভাবে নেতৃত্ব দিয়েছে ব্রেসওয়েল। আমরা প্রত্যাশা করি তার অধীনে ওয়ানডেতেও ভালো করবে দল।’

এ ছাড়া পূর্বে ঘোষিত পাকিস্তান সিরিজের জন্য নিউজিল্যান্ড দলে পরিবর্তন হয়েছে আরও একটি। প্রথমবারের মতো সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে সিরিজের শেষ দুই ম্যাচ খেলতে পারবেন না ওপেনার উইল ইয়ং। তার বদলি হিসেবে প্রথমবারের মতো দলে জায়গা পেয়েছেন ২৩ বছর বয়সী প্রতিভাবান ব্যাটসম্যান রিস মারিউ। ১২টি লিস্ট ‘এ’ ম্যাচে ৩২৮ রান করেছেন তিনি।

আগামী ২৯ মার্চ থেকে শুরু হবে ওয়ানডে সিরিজ।

নিউজিল্যান্ড ওয়ানডে দল : মাইকেল ব্রেসওয়েল (অধিনায়ক), হেনরি নিকোলস, মোহাম্মদ আব্বাস, আদিত্য আশোক, মার্ক চ্যাপম্যান, জ্যাকব ডাফি, মিচেল হে, নিক কেলি, ড্যারিল মিচেল, উইল ও’রুর্ক, বেন সিয়ার্স, রিস মারিউ (দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে), ন্যাথান স্মিথ এবং উইল ইয়ং (প্রথম ওয়ানডে)।

ডিআর/বিএইচ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর