-67f9050742c8f.jpg)
সৌদি লিগে যাচ্ছেন—এমন গুঞ্জন অনেকদিন ধরেই ঘুরছিল। অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে লিভারপুলেই থেকে যাচ্ছেন মিশরীয় সুপারস্টার মোহাম্মদ সালাহ। ক্লাবটির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে, সালাহর সঙ্গে আরও দুই বছরের জন্য চুক্তি নবায়ন করা হয়েছে। অর্থাৎ ২০২৭ সাল পর্যন্ত লিভারপুলেই খেলবেন তিনি।
লিভারপুল নিজেদের সোশাল মিডিয়ায় সালাহর একটি ছবি পোস্ট করে লিখেছে, ‘আমাদের মিশরীয় রাজা।’ এরপর থেকেই স্পষ্ট হয়ে যায়, সালাহ যাচ্ছেন না কোথাও।
সালাহ বলেন, ‘লিভারপুলে থাকতে পেরে আমি ভীষণ খুশি। এখানে আমি শুধু খেলিনি, জীবনটাও উপভোগ করেছি। আট বছর ধরে এই ক্লাবের হয়ে খেলছি, আরও দুই বছর বাড়ল। অর্থাৎ লিভারপুলে আমার ১০ বছর পূর্ণ হবে। আমি বিশ্বাস করি, এখানে আরও অনেক শিরোপা জিততে পারব।’
২০১৭ সালে ইতালির ক্লাব রোমা থেকে লিভারপুলে যোগ দেন সালাহ। এরপর ক্লাবটির হয়ে চ্যাম্পিয়ন্স লিগ, প্রিমিয়ার লিগ, এফএ কাপ, লিগ কাপ ও ক্লাব বিশ্বকাপ জেতেন তিনি। এখন পর্যন্ত লিভারপুলের জার্সিতে ৩৯৩ ম্যাচে ২৪৩টি গোল করেছেন সালাহ। প্রিমিয়ার লিগে তার গোল সংখ্যা ১৮২, যা ক্লাবটির ইতিহাসে সর্বোচ্চ। চলতি মৌসুমেও দুর্দান্ত ফর্মে আছেন—এখনই করেছেন ৩২ গোল।
ডিআর/বিএইচ