বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ
প্রথম টেস্টের টিকিট বিক্রি শুরু, ৫০ টাকায় দেখা যাবে খেলা

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৫, ১১:১২
-6801df5420f16.jpg)
ছবি : সংগৃহীত
জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে প্রায় ৫ মাস পর আবারও আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। আগামী রোববার (২০ এপ্রিল) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে দুই দল। এরই মধ্যে ম্যাচটি ঘিরে দর্শকদের আগ্রহ বাড়তে শুরু করেছে।
আজ (শুক্রবার) সকাল ১০টা থেকেই প্রথম টেস্টের টিকিট বিক্রি শুরু হয়েছে। টিকিট মিলছে সিলেট নগরীর মধুমতি ব্যাংকের আম্বরখানা শাখায়। এ ছাড়া শনিবার সকাল ১০টা থেকে সিলেট স্টেডিয়ামের টিকিট কাউন্টার থেকেও টিকিট সংগ্রহ করা যাবে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানায়, প্রথম টেস্টের সর্বনিম্ন টিকিট মূল্য ৫০ টাকা, আর সর্বোচ্চ টিকিট মূল্য ৫০০ টাকা ধরা হয়েছে। দর্শকদের জন্য সাতটি ভিন্ন ক্যাটাগরিতে টিকিটের ব্যবস্থা করা হয়েছে।
বিভিন্ন ক্যাটাগরির টিকিট মূল্য
প্রসঙ্গত, গত ১৬ এপ্রিল সিলেটে পৌঁছেছে জিম্বাবুয়ে দল। এর আগে, ১৩ এপ্রিল থেকে শুরু হয় টাইগারদের ক্যাম্প। প্রথম দিন ৮ ক্রিকেটার নিয়ে অনুশীলন শুরু হলেও পরদিন কোচিং স্টাফসহ যোগ দেন বাকি খেলোয়াড়রাও।
বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যে সর্বশেষ টেস্ট হয়েছিল ২০২১ সালে। হারারেতে সেই ম্যাচে ২২০ রানে জিতে মাঠ ছেড়েছিল টাইগাররা। এখন পর্যন্ত দুই দল মুখোমুখি হয়েছে ১৮টি টেস্টে। এর মধ্যে বাংলাদেশ জিতেছে ৮টি, জিম্বাবুয়ে ৭টি এবং একটি ম্যাচ ড্র হয়েছে।
- এটিআর