চ্যাম্পিয়ন্স লিগ
প্রসব যন্ত্রণায় ছটফট করছেন স্ত্রী, স্বামী খেলা দেখতে ব্যস্ত

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৫, ০৮:২৫

স্ত্রী গর্ভযন্ত্রণায় কাতরাচ্ছেন হাসপাতালের বেডে। মুখে অক্সিজেন মাস্ক। পাশে বসে আছেন স্বামী। অথচ তার দৃষ্টি স্ত্রীর দিকে নয়, বরং মোবাইল স্ক্রিনে—চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে আর্সেনালের খেলা দেখছেন মগ্নভাবে।
ঘটনাটি ঘটেছে ইংল্যান্ডে। আর্সেনালের এক ডাই-হার্ড সমর্থক কিম উডল্যান্ডস স্ত্রীকে হাসপাতালে নিয়ে গেলেও প্রসবের সময় পুরো মন দিয়েছেন প্রিয় ক্লাবের খেলার প্রতি। শুধু তাই নয়, এই মুহূর্তের ভিডিও করে টিকটকে পোস্টও করেছেন তিনি।
ভিডিওতে দেখা যায়, স্ত্রীর পরনে হাসপাতালের পোশাক, মুখে অক্সিজেন মাস্ক। পাশে বসে থাকা কিমের গায়ে আর্সেনালের জার্সি, এক হাতে মোবাইল ধরে খেলা উপভোগ করছেন তিনি।
চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ৩-০ গোলে এগিয়ে ছিল আর্সেনাল। এই ম্যাচ ঘিরে ছিল চরম উত্তেজনা। কিমের ভাষ্য, এমন ম্যাচ তো আর বারবার আসে না!
ভিডিওটি ছড়িয়ে পড়তেই শুরু হয় ব্যাপক সমালোচনা। অনেকেই বলছেন, জীবনের এমন গুরুত্বপূর্ণ সময়ে স্ত্রীর পাশে না থেকে খেলা দেখা দায়িত্বজ্ঞানহীনতার পরিচায়ক।
একজন টিকটক ব্যবহারকারী লেখেন, স্ত্রীর যখন সবচেয়ে বেশি সাপোর্ট দরকার, তখন এমন আচরণ মেনে নেওয়া যায় না।
তবে কেউ কেউ কিমের ফুটবলপ্রেমের প্রশংসাও করেছেন। তাদের মতে, ‘এই হলো আসল ফ্যান!’
ভিডিওটি ঘিরে বিতর্ক এখনো থামেনি। ফুটবলপ্রেম আর পারিবারিক দায়িত্বের মধ্যে ভারসাম্য কীভাবে রাখতে হবে—এই নিয়ে নতুন করে আলোচনায় মেতেছে নেটিজেনরা।
- এটিআর