Logo
Logo

খেলা

বিপিএল উদ্বোধনী কনসার্টে থাকছেন দেশি-বিদেশি তারকারা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৪, ১২:৩৫

বিপিএল উদ্বোধনী কনসার্টে থাকছেন দেশি-বিদেশি তারকারা

আগামী ৩০ ডিসেম্বর থেকে মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসর। এর আগে আজ মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে জমজমাট উদ্বোধনী কনসার্ট। বিকাল সাড়ে ৩টা থেকে শুরু হবে এই আয়োজন।

অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন পাকিস্তানের বিখ্যাত গায়ক রাহাত ফতেহ আলী খান ও তার দল।  এছাড়া বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড মাইলস এবং অ্যাভোয়েড রাফার সঙ্গে পারফর্ম করবেন আসিফ আকবর, মুজা, জেফার রহমান, সঞ্জয় ও হান্নান।

এবারের বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান শুধু ঢাকায় নয়, চট্টগ্রাম এবং সিলেটেও অনুষ্ঠিত হবে। আগামী ২৫ ডিসেম্বর চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে এবং ২৭ ডিসেম্বর সিলেট জেলা স্টেডিয়ামে আরও দুটি উদ্বোধনী অনুষ্ঠান হবে।

বিপিএল আয়োজনের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় যৌথভাবে কাজ করছে। এর আগে, ১ ডিসেম্বর 'তারুণ্যের উৎসব ২০২৫'-এর সময় বিপিএলের মাস্কট 'ডানা-৩৬' উন্মোচন করা হয়েছিল।

এফএটি/এটিআর


Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর