অভিষেকের দিনেই কনস্টাসকে কোহলির ধাক্কা, আলোচনার ঝড়
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৪, ০৯:২৮
ছবি : সংগৃহীত
মেলবোর্নে ভারত-অস্ট্রেলিয়া সিরিজের প্রথম টেস্ট উত্তাপ ছড়াচ্ছে ক্রিকেট দুনিয়ায়। শুরুর দিনেই অভিষিক্ত স্যাম কনস্টাসকে ইচ্ছা করে ধাক্কা মেরেছেন ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলি। এ নিয়ে আলোচনা-সমালোচনার ঝড় তুলেছেন নেটিজেনরা।
ঘটনাটি ঘটেছে ম্যাচের ১০ ওভারের পর। মুহাম্মদ সিরাজ সেই ওভার শেষ করার পর দিক পরিবর্তন করার জন্য হেঁটে আসছিলেন কোহলি। উল্টো দিক থেকে আসছিলেন কনস্টাসও। দুজনের কাঁধে ধাক্কাধাক্কি হয়। বিষয়টি পছন্দ হয়নি কনস্টাসের।
সম্প্রচারকারীরা বার বার এই ঘটনার রিপ্লে দেখাতে থাকে। সেখানে দেখা যায়, কনস্টাস মাথা নিচু করে ব্যাট হাতে যাচ্ছিলেন। এসময় কনস্টাসের কাছে গিয়ে কোহলিই তাকে ধাক্কা মারেন।
ধারাভাষ্যকার মাইকেল ভনের দাবি, কনস্টাসকে উত্তেজিত করার জন্যই এ কাজ করেছেন কোহলি। তিনি বলেন, ‘কোহলির মতো সিনিয়র ক্রিকেটারের এমন কাজ শোভা পায় না।’
তবে সবচেয়ে বেশি চটেছেন রিকি পন্টিং। ধারাভাষ্যকক্ষ থেকে বলেছেন, ‘বেশ কিছু অ্যাঙ্গেল থেকে আমরা ঘটনাটি দেখেছি। আমাকে বলতেই হচ্ছে, ওই পর্যায়ে ভারতের ফিল্ডারদের কোনো অবস্থাতেই ব্যাটসম্যানের ধারেকাছে যাওয়ার কথা নয়। ব্যাটসম্যানরা কোথায় একসঙ্গে দাঁড়ায় সেটা প্রতিটি ফিল্ডারই জানে। আমার কাছে মনে হয়েছে, কনস্টাস অনেক দেরিতে খেয়াল করেছে। কেউ তার সামনে থাকতে পারে সম্ভবত তার ভাবনায় ছিল না। কিন্তু স্ক্রিনে যাকে দেখা যাচ্ছে (কোহলি) বেশ কিছু প্রশ্নের উত্তর দিতে হতে পারে।’
মেলবোর্নে এদিন ৬০ রান করে আউট হন কনস্টাস। অভিষেকেই আগ্রাসী ব্যাটিং করে মন জয় করেছেন ক্রিকেট ভক্তদের।
ডিআর/এটিআর