ভারত-অস্ট্রেলিয়া টেস্ট
হেডকে উড়িয়ে বুমরাহর রেকর্ড
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৪, ১২:১২
ট্রাভিস হেডকে মাত্র ১ রানে আউট করে টেস্টে ২০০ উইকেটের মাইলফলক পূর্ণ করেন জসপ্রিত বুমরাহ। আগের দুই ম্যাচে সেঞ্চুরি করা বার্থ ডে বয় হেডকে সাজঘরে পাঠিয়ে বিশ্ব রেকর্ড করেন বুমরাহ।
রোববার (২৯ ডিসেম্বর) টেস্টের চতুর্থ দিনের ভারতের হয়ে সবচেয়ে দ্রুততম ২০০ টেস্ট উইকেট নিয়েছেন এই ডানহাতি পেসার। বিশ্ব ক্রিকেটে বলের হিসাবে সেটি চতুর্থ দ্রুততম এবং ম্যাচের হিসাবে যৌথভাবে দশম। তবে সর্বনিম্ন ইকোনমিতে ২০০ উইকেট তুলে নেওয়ার ক্ষেত্রে বুমরাহ রীতিমতো ইতিহাস গড়েছেন।
ভারতীয় এই পেসারই বিশ্বে একমাত্র যিনি ২০ রানের কম (১৯.৫৬) গড় নিয়ে ২০০ উইকেট শিকার করেছেন টেস্টে। বুমরাহ-সিরাজের বোলিং তোপে ৯১ রানেই ৬ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়া। যেখানে চার উইকেট নিয়েছেন বুমরাহ।
সর্বনিম্ন রানের গড়ে টেস্টে ২০০ তম উইকেট শিকারি জসপ্রিত বুমরাহ ৩৯১২ রান (গড় ১৯.৫৬); জোয়েল গার্নার ৪০৬৭ রান (গড় ২০.৩৪); শন পোলক ৪০৭৭ রান (গড় ২০.৩৯)।
বলের হিসাবে দ্রুততম ২০০ উইকেট শিকারী ওয়াকার ইউনিস ৭৭২৫, ডেল স্টেইন ৭৮৪৮, কাগিসো রাবাদা ৮১৫, জাসপ্রিত বুমরাহ ৮৪৮৪ ও ম্যালকম মার্শাল ৯২৩৪।
ভারতের হয়ে দ্রুততম ২০০ উইকেট শিকারী জাসপ্রিত বুমরাহ ৮৪৮৪ বল, মোহাম্মেদ শামি ৯৮৯৬, রবিচন্দ্রন অশ্বিন ১০২৪৮, কপিল দেব ১১০৬৬ ও রবীন্দ্র জাদেজা ১১৯৮৯ বল।
জেএনএ/ওএফ