আয়োজন নিয়ে কিছুটা হতাশ হলেও প্রথম দিনের পরীক্ষায় পাস করেছে বিপিএলের ১১তম আসর। এক যুগের রেকর্ড ভেঙে রানবন্যায় দর্শকদের আপন করেছে উদ্বোধনী দিন।
২০১২ সালে বিপিএলের প্রথম আসরের প্রথম দিনে হয়েছিল ৬৯১ রান। সেদিনের দুই ম্যাচের চার ইনিংসে সিলেট রয়্যালস তুলেছিল ১৬৫, জবাবে বরিশাল বার্নার্স করে ১৬৭ রান।
পরের ম্যাচে চিটাগাং কিংসের সংগ্রহ ছিল ২০৪। দুরন্ত রাজশাহী থেমেছিল ১৫৩ করে। উদ্বোধনী দিনের হিসেবে গত এক যুগ ধরে টিকে ছিল এই রেকর্ড।
আর সেটা ভাঙল ২০২৫ সালের আসরে। প্রথম ম্যাচে দুর্বার রাজশাহীর ১৯৭ রানের জবাবে ফরচুন বরিশালের স্কোর ২০০। আর পরের ম্যাচে রংপুর রাইডার্সের স্কোর ছিল ১৯১। ঢাকা ক্যাপিটালস থেমেছে ১৫১ রানে। সবমিলিয়ে রান হয়েছে ৭৩৯। যেটা বেশ বলার মতো রেকর্ড।
এটিআর/এনআর/