Logo
Logo

খেলা

বিশ্ব রেকর্ড গড়লেন তাসকিন

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৫, ১৬:২০

বিশ্ব রেকর্ড গড়লেন তাসকিন

ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে দুর্দান্ত বোলিং করে বিশ্ব রেকর্ড গড়েছেন দুর্বার রাজশাহীর পেসার তাসকিন আহমেদ। নতুন বলে উইকেট নিয়ে শুরু করেন তিনি। তুলে নেন ঢাকার দুই ওপেনার লিটন দাস ও তানজিদ তামিমকে। শেষ ওভারে নেন ৩ উইকেট। 

সব মিলিয়ে ৩ স্পেলে ৪ ওভার হাত ঘুরিয়ে জাতীয় দলের ডানহাতি পেসার তাসকিন ১৯ রান দিয়ে নিয়েছেন ৭ উইকেট। সাদা বলের ক্রিকেটে অর্থাৎ জাতীয় দলের হয়ে ওয়ানডে ও লিস্ট ‘এ’ ক্রিকেট মিলিয়ে এবং টি-২০ ফরম্যাটে অর্থাৎ আন্তর্জাতিক টি-২০ ও ঘরোয়া বা ফ্র্যাঞ্চাইজি টি-২০ মিলিয়ে যা তার ক্যারিয়ার সেরা বোলিং।   

তাসকিন এর আগে ওয়ানডে ফরম্যাটে জাতীয় দলের হয়ে ইনিংসে ২৮ রানে ক্যারিয়ার সেরা ৫ উইকেট নিয়েছেন। লিস্ট  ‘এ’ক্রিকেটে তার ক্যারিয়ার সেরা বোলিং ২৮ রানে ৫ উইকেট। আন্তর্জাতিক টি-২০তে তার সেরা বোলিং লিগার ১৬ রানে ৪ উইকেট। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে আগে সেরা বোলিং ফিগার ছিল ৩১ রানে ৫ উইকেট।  

ক্যারিয়ার সেরা বোলিংয়ে বিশ্ব রেকর্ডও গড়েছেন ডানহাতি এই পেসার। আন্তর্জাতিক ও যেকোনো ধরনের স্বীকৃত টি-২০ ক্রিকেটের তৃতীয় বোলার হিসেবে ৭ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন তিনি। তাসকিনের আগে যারা ৭ উইকেট নিয়েছেন তারাও অবশ্য পরিচিত কোনো নাম নন। 

এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর