Logo

খেলা

সাদা বলকে বিদায় জানালেন ভারতীয় অলরাউন্ডার

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৫, ১৪:৩৩

সাদা বলকে বিদায় জানালেন ভারতীয় অলরাউন্ডার

এবার অবসর নেওয়ার ঘোষণা দিলেন ভারতের অভিজ্ঞ অলরাউন্ডার ঋষি ধাওয়ান। ১৭ বছরের দীর্ঘ ক্যারিয়ারের ইতি টেনে ৩৪ বছর বয়সী এই ক্রিকেটার বিদায় জানালেন সাদা বলের আন্তর্জাতিক ক্রিকেটকে। সোমবার (৬ জানুয়ারি) ইনস্টাগ্রামে এক স্ট্যাটাসের মাধ্যমে এ অবসর ঘোষণা দেন তিনি।

২০১৬ সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে অস্ট্রেলিয়া সফরে ভারতের হয়ে অভিষেক করেছিলেন ঋষি ধাওয়ান। জাতীয় দলের হয়ে তিনি খেলেছেন তিনটি ওয়ানডে এবং একটি টি-টোয়েন্টি ম্যাচ। যদিও জাতীয় দলে তার সুযোগ সীমিত ছিল, তবে ঘরোয়া ক্রিকেট এবং আইপিএলে তিনি নিজের প্রতিভার ছাপ রেখেছেন।  

অবসর ঘোষণা দিয়ে ঋষি ধাওয়ান বলেন, ‘ভারতীয় দলের হয়ে খেলা ছিল আমার জীবনের সবচেয়ে গর্বের মুহূর্ত। এই খেলা আমাকে অনেক কিছু শিখিয়েছে এবং আমার জীবন বদলে দিয়েছে। সময় এসেছে জীবনের নতুন অধ্যায় শুরু করার।’  

ডিআর/এটিআর

  


Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর