Logo

খেলা

আমার সঙ্গে মালানের কিছুই হয়নি : তামিম

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৫, ১২:৫৩

আমার সঙ্গে মালানের কিছুই হয়নি : তামিম

ছবি : সংগৃহীত

এবারের বিপিএল যেন তামিম ইকবালের জন্য বিতর্কের মঞ্চ হয়ে উঠেছে। একের পর এক ঘটনায় বারবার খবরের শিরোনামে আসছেন ফরচুন বরিশালের অধিনায়ক।

গত ৯ জানুয়ারি রংপুর রাইডার্সের বিপক্ষে হারের পর প্রতিপক্ষের ব্যাটার অ্যালেক্স হেলসের দিকে তেড়ে গিয়ে প্রথমবার বিতর্কে জড়ান তামিম। ম্যাচ শেষে হারের ক্ষোভ যেন নিয়ন্ত্রণে রাখতে পারেননি তিনি।

এরপর ১৬ জানুয়ারি ঢাকার ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচে নতুন করে সমালোচনার জন্ম দেন তামিম। ম্যাচ চলাকালীন ব্যাটিংয়ের সময় সাব্বির রহমানের ‘ফেক ফিল্ডিং’ দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং তাকে লক্ষ্য করে বাজে ভাষা ব্যবহার করেন। ওই ম্যাচে তামিম ম্যাচসেরা নির্বাচিত হলেও বিসিবি সভাপতি ফারুক আহমেদের কাছ থেকে পুরস্কার নিতে অস্বীকৃতি জানান, যা নতুন করে বিতর্কের জন্ম দেয়।

সবশেষ, গতকাল চিটাগং কিংসের বিপক্ষে ম্যাচে সতীর্থ ডেভিড ম্যালানের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রানআউট হয়ে মেজাজ হারান তামিম। রানআউটের পর মাঠ ছাড়ার সময় তাকে কিছু বলতে শোনা যায়, যা সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় তুলেছে।

এবার এ বিষয়ে নীরবতা ভেঙেছেন তামিম। সোমবার (২০ জানুয়ারি) দুুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে তিনি জানান, ‘মালানের সঙ্গে আমার কিছুই হয়নি।’

তিনি লিখেন, ‘অনেকেই আমাকে জিজ্ঞেস করছেন, মাঠে ডাভিড মালানের সঙ্গে কিছু হয়েছিল কিনা। এটা নিয়ে নাকি অনেক আলোচনা হচ্ছে। অথচ আমার সঙ্গে মালানের কিছুই হয়নি। মালান তো ওভাবে জবাব দিচ্ছিল প্রতিপক্ষের একজনকে!’

জাতীয় দলের সাবেক অধিনায়ক লিখেন, ‘মাঠে দুই ব্যাটসম্যানের ভুল বোঝাবুঝি হতেই পারে। তাৎক্ষণিকভাবে হতাশা প্রকাশ করাও স্বাভাবিক। আমি রান আউট হওয়ার পরই মালান হাতের ইশারায়  ‘সরি’ বলেছে। আমি সেদিকে তাকিয়ে মাঠের বাইরে চলে যাই। তার সঙ্গে কোনো কথাই হয়নি। কাছেই থাকা প্রতিপক্ষের একজন ফিল্ডার তখন মালানকে একটা কথা বলেছে, যা তার ভালো লাগেনি। মালান সেই ফিল্ডারকেই জবাব দিচ্ছিল, তার দিকেই এগিয়ে যাচ্ছিল। অথচ সেটাকেই অনেকে বানিয়ে ফেলেছে, আমার সঙ্গে নাকি মালানের ঝামেলা হয়েছে!’

টিভির দৃশ্য দেখেই চূড়ান্ত ধারণা নেওয়া উচিত নয় জানিয়ে তিনি আরও লিখেন,‘অনেকে টিভিতে দু-একটি দৃশ্য দেখে নানা রকম ধারণা করে ফেলেন। গত কয়েক দিনে আমাকে নিয়েও এরকম হয়েছে। কিন্তু কোনো ঘটনা তো হুট করে হয় না। এটার পেছনেও অনেক ঘটনা থাকে। মাঠে এরকম অনেক কিছুই হয়, যা টিভিতে পুরোপুরি ফুটে ওঠে না এবং সেটা উচিতও নয়। কিন্তু টিভিতে দু-একটি দৃশ্য দেখেই চুড়ান্ত ধারণা নেওয়া উচিত নয়। যাদের নিয়ে ঘটনা, যারা মাঠে থাকেন, তারা সবকিছু জানেন। আজকের উদাহরণ দিয়েই আবার বলছি, টিভিতে এক-দুই ঝলক দেখেই সিদ্ধান্তে পৌঁছে যাওয়া উচিত নয়। ধন্যবাদ সবাইকে।’

ডিআর/এটিআর/

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর