Logo

খেলা

ত্রিদেশীয় সিরিজের সূচি ঘোষণা করল পিসিবি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৫, ২০:০৯

ত্রিদেশীয় সিরিজের সূচি ঘোষণা করল পিসিবি

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ঘরের মাঠে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে পাকিস্তান। ওই সিরিজের সূচি ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

শনিবার (২৫ জানুয়ারি) ঘোষিত সিরিজটি চলবে ৮ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত। লিগ পর্বের প্রথম দুই ম্যাচ লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে এবং লিগ পর্বের শেষ ও ফাইনাল ম্যাচ হবে করাচির ন্যাশনাল ব্যাংক স্টেডিয়ামে। সিরিজে একে অপরের বিপক্ষে একবার করে মুখোমুখি হবে দলগুলো। লিগ পর্ব শেষে পয়েন্ট টেবিলের সেরা দু’দল ফাইনালে উঠবে।

৮ ফেব্রুয়ারি লিগ পর্বের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে পাকিস্তান। ১০ ফেব্রুয়ারি দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে কিউইরা। এই দু’টি ম্যাচ হবে লাহোরে।

১২ ফেব্রুয়ারি লিগ পর্বের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে নামবে পাকিস্তান। এরপর ১৪ ফেব্রুয়ারি ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। এই দুই ম্যাচের ভেন্যু করাচি।

সিরিজের সবগুলো ম্যাচই হবে দিবারাত্রির। স্থানীয় সময় দুপুর ২টায় মাঠে গড়াবে খেলা।

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে নিজেদের প্রস্তুতের সেরা মঞ্চ হিসেবে দেখছে পাকিস্তান, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।

আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতের মাটিতে শুরু হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি।

ত্রিদেশীয় সিরিজের সূচি 
৮ ফেব্রুয়ারি : পাকিস্তান-নিউজিল্যান্ড (দিবারাত্রি), লাহোর

১০ ফেব্রুয়ারি : নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা (দিবারাত্রি), লাহোর

১২ ফেব্রুয়ারি : পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা (দিবারাত্রি), করাচি

১৪ ফেব্রুয়ারি : ফাইনাল (দিবা/রাত্রি), করাচি

বিএইচ/

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর