Logo

খেলা

বিপিএল

বকেয়া টাকা পাননি, খেলোয়াড়দের ব্যাগ আটকে রাখলেন চালক

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৫৯

বকেয়া টাকা পাননি, খেলোয়াড়দের ব্যাগ আটকে রাখলেন চালক

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বেতন সংক্রান্ত নাটক চলছেই। পরিস্থিত এতটাই খারাপ যে, দুর্বার রাজশাহীর খেলোয়াড়দের খেলার সরঞ্জাম টিমবাসেই আটকে রাখলেন বাসচালক। 

সোমবার (৩ ফ্রেব্রুয়ারি) ভারত ও পাকিস্তানের একাধিক সংবাদমাধ্যম এ অভিযোগ তুলে প্রতিবেদন প্রকাশ করেছে। 

সংবাদমাধ্যমগুলো বলছে, বিদেশি খেলোয়াড়েরা তাদের হোটেল কক্ষে অপেক্ষা করছিলেন বকেয়া টাকা এবং বিমানের টিকিটের টাকা ফেরত পাওয়ার অপেক্ষায়। এ সময়ই ঘটে এ ঘটনা। দলের বাসচালক খেলোয়াড়দের কিট ব্যাগ ফেরত দিতে অস্বীকার করেন। 

সূত্র জানায়, ওই বাসচালকের নাম মোহাম্মদ বাবুল। তার দাবি- তিনিও বকেয়া টাকা পাননি। টাকা না পেলে খেলোয়াড়দের সরঞ্জাম ফেরত দেওয়া হবে না বলে জানিয়ে দেন তিনি। যদিও দলের মালিক শফিক রহমান সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, তাদের টিকিটের ব্যবস্থা করা হয়েছে। 

এ বছরের বিপিএলে নানা বিতর্কের সম্মুখীন হতে হয়েছে দুর্বার রাজশাহীকে। এর আগে বিদেশি খেলোয়াড়দের বেতন বকেয়া থাকায় ম্যাচ বয়কট করেছিলেন তারা। সেই তালিকায় রয়েছেন পাকিস্তানের মোহাম্মদ হ্যারিস, আফগানিস্তানের আফতাব আলম, ওয়েস্ট ইন্ডিজের মার্ক ডেয়াল এবং মিগুয়েল কামিনস, জিম্বাবুয়ের রায়ান বার্লের বেতন বকেয়া রয়েছে এখনও। কয়েকজন খেলোয়াড় বেতনের ২৫ শতাংশ পেয়েছেন মাত্র।

এ বছরের মতো অবশ্য বিপিএল অভিযান শেষ হয়েছে দুর্বার রাজশাহীর। 

বিএইচ/

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর