Logo

খেলা

চ্যাম্পিয়ন্স ট্রফি

ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট বিক্রি শুরু, দাম সাধ্যের মধ্যে

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১১:২২

ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট বিক্রি শুরু, দাম সাধ্যের মধ্যে

চ্যাম্পিয়ন্স ট্রফিতে হাইব্রিড মডেলে ভারতের ম্যাচ অনুষ্ঠিত হবে দুবাইয়ে। গ্রুপ পর্বের তিনটি ম্যাচ তো বটেই, যদি সেমিফাইনাল ও ফাইনালে উঠতে পারে, তাহলেও মরুর শহরটিতেই খেলতে নামবেন রোহিতরা। আর পাকিস্তানের সঙ্গে তাদের ম্যাচ ২৩ ফেব্রুয়ারি। অবশেষে তার টিকিট বিক্রিও শুরু হয়ে গেল। 

সোমবার (৩ ফ্রেব্রুয়ারি) থেকেই অনলাইনে টিকিট পাওয়া যাচ্ছে এবং দামও সাধ্যের মধ্যেই রয়েছে। 

সাধারণ আসনের টিকিটের দাম ১২৫ দিহরাম। বাংলাদেশি মুদ্রায় যার মান প্রায় ৪ হাজার ১২২ টাকার সমান। তবে বাকি গ্যালারির টিকিটের দাম এখনো প্রকাশ্যে আনা হয়নি।

মূল আয়োজক পাকিস্তানে অনুষ্ঠেয় ম্যাচগুলোর টিকিট বিক্রিও শুরু হয়েছে। করাচি, লাহোর ও রাওয়ালপিন্ডির স্টেডিয়ামে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। অনলাইন টিকিট ছাড়াও পাকিস্তানের ১০৮ কেন্দ্রে টিকিট পাওয়া যাচ্ছে। 

তবে ক্রিকেটভক্তদের মূল নজর ভারত-পাকিস্তানের ম্যাচের দিকে। এর আগের চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান। অন্যদিকে ২০২৩-র ওয়ানডে বিশ্বকাপ হোক বা গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ, উভয় ক্ষেত্রেই জিতেছেন রোহিতরা। 

চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন নিয়ে অনেক তালবাহানা করেছে ভারত। নিরাপত্তাজনিত কারণে পাকিস্তানে খেলতে যাচ্ছে না ভারত। যে কারণে দলটির ম্যাচগুলো হবে দুবাইয়ে। 

ভারতের প্রথম ম্যাচ বাংলাদেশের বিরুদ্ধে, ২০ ফেব্রুয়ারি। ২৩ ফেব্রুয়ারি ভারত-পাক মহারণ। তার উন্মাদনা তুঙ্গে উঠতে শুরু করেছে। আর সেই ম্যাচের টিকিট বিক্রিও শুরু হয়েছে।

বিএইচ/

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর