Logo

খেলা

ফাইনালে যেতে লড়বে খুলনা-চট্টগ্রাম

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৩৫

ফাইনালে যেতে লড়বে খুলনা-চট্টগ্রাম

ছবি: সংগৃহীত

বিপিএল ২০২৫-এর ফাইনালে জায়গা নিশ্চিত করতে বুধবার (৫ ফেব্রুয়ারি) দ্বিতীয় কোয়ালিফাইয়ার ম্যাচে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে খুলনা টাইগার্স এবং চট্টগ্রাম কিংস।

এর আগে লিগ পর্বে শেষ মুহূর্তে দুটি ম্যাচ জিতে প্লে-অফে জায়গা করে নেয় খুলনা। এলিমিনেটর ম্যাচে রংপুর রাইডার্সকে ৯ উইকেটে হারিয়ে ফাইনালে খেলার আশা জিইয়ে রেখেছে দলটি।

অন্যদিকে, প্রথম কোয়ালিফাইয়ারে ফরচুন বরিশালের কাছে ৯ উইকেটে হেরে গেলেও দ্বিতীয় কোয়ালিফাইয়ারে জয়ের মাধ্যমে ফাইনালের সুযোগ রয়েছে চট্টগ্রাম কিংসের।

চট্টগ্রাম অধিনায়ক মোহাম্মদ মিথুন জানিয়েছেন, এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে নতুন বিদেশি খেলোয়াড় আনার কোন পরিকল্পনা নেই তাদের।

তিনি বলেন, ‘বড় নাম নিয়ে আসা মানেই সাফল্য নয়। তাদের মানিয়ে নিতে সময় লাগে, যা এখন সম্ভব নয়। তাই বর্তমানে দলে যারা আছেন তাদের ওপরই আস্থা রাখছি।’ 

চলতি আসরে চট্টগ্রামের হয়ে খেলছেন পাকিস্তানের উসমান খান এবং মোহাম্মদ ওয়াসিম জুনিয়রসহ আরও কয়েকজন বিদেশি তারকা। যারা দ্বিতীয় কোয়ালিফাইয়ারে দলের গুরুত্বপূর্ণ শক্তি হয়ে থাকবেন। 

এফএটি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর