Logo

খেলা

বিপিএল থেকে হঠাৎ বিদায় নিলেন ইয়াশা সাগর

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৪৬

বিপিএল থেকে হঠাৎ বিদায় নিলেন ইয়াশা সাগর

ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর শুরুতে চিটাগাং কিংসের প্রচারণায় ব্যাপক আলোচনায় আসেন কানাডিয়ান মডেল ও উপস্থাপিকা ইয়াশা সাগর। কিন্তু প্লে-অফ পর্বের শুরুর পর থেকেই মাঠে অনুপস্থিত ছিলেন তিনি। ইয়াশার অনুপস্থিতি দর্শকের মনে কৌতূহল তৈরি করে।  

জানা যায়, পারিশ্রমিক নিয়ে ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষের সঙ্গে কিছু সমস্যার কারণে টুর্নামেন্ট শেষ হওয়ার আগেই বাংলাদেশ ছেড়ে চলে গেছেন ইয়াশা। এমনকি যাওয়ার আগে কানাডিয়ান এই মডেলকে উকিল নোটিশও দিয়েছিল চট্টগ্রাম মালিকপক্ষ।  

চিটাগাং কিংসের মালিকপক্ষের পক্ষ থেকে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শাখাওয়াত হোসেনের পক্ষ থেকে পাঠানো হয় ওই উকিল নোটিশ। নোটিশে জানানো হয়, ১০ ডিসেম্বর চিটাগাং কিংসের সঙ্গে ইয়াশার চুক্তি হয়েছিল। যেখানে বেশ কিছু শর্ত ছিল।

কিন্তু ইয়াশা চুক্তির ৯ নম্বর ধারা লঙ্ঘন করেছেন। ওই ধারায় স্পন্সরশিপ বার্তা, বিজ্ঞাপন এবং বাণিজ্যিক অংশীদারদের প্রচারের শর্ত ছিল, যা তিনি মানেননি। তার পাশাপাশি স্পন্সর ডিনারে উপস্থিত না হওয়া এবং নির্ধারিত প্রোমোশনাল শুটেও উপস্থিত না থাকায় আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে চিটাগং কিংস। 

অন্যদিকে, ইয়াশার এজেন্ট দাবি করেছেন চুক্তির বাইরে ইয়াশাকে দিয়ে বিজ্ঞাপনে কাজ করানোর প্রস্তাব দিয়েছিল চিটাগাং কিংস। পেশাদারিত্বের কারণে যা তিনি প্রত্যাখ্যান করেন।

জানা যায়, চুক্তির ৫৫ শতাংশ পারিশ্রমিক পেয়েছেন ইয়াশা। তাই এখানে পারিশ্রমিকের কোনো বিষয় ছিল না। 

ভারতীয় বংশোদ্ভূত ইয়াশা অভিনয় আর মডেলিংয়ের পাশাপাশি একজন ফিটনেস ইনফ্লুয়েন্সার ও ক্রিকেট প্রেজেন্টার হিসেবেও কাজ করে থাকেন। এবারই প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগে অফিসিয়াল হোস্ট হিসেবে এসেছিলেন তিনি। তবে ফিরে গেলেন তিক্ত অভিজ্ঞতা সঙ্গে নিয়ে। 

উল্লেখ্য, দ্বিতীয় কোয়ালিফায়ারে খুলনা টাইগার্সকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে চিটাগাং কিংস। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) ফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের মুখোমুখি হবে তারা। 

এফএটি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর