Logo

খেলা

তামিমকে সম্মাননা জানাচ্ছে বিসিবি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ২২:৪০

তামিমকে সম্মাননা জানাচ্ছে বিসিবি

দেশের ক্রিকেটে অসামান্য অবদানের জন্য ব্যাটার তামিম ইকবালকে সম্মাননা জানাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের ফাইনাল ম্যাচ শেষে পুরস্কার বিতরণীর আগে তামিমকে স্মারক তুলে দেবে বিসিবি।

সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন বাংলাদেশ ক্রিকেটে ব্যাটিংয়ের সব রেকর্ডের মালিক তামিম।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ঘরোয়া ক্রিকেট চালিয়ে যাচ্ছেন তামিম। চলতি বিপিএলে তামিমের নেতৃত্বে ফাইনালে উঠেছে ফরচুন বরিশাল। গত আসরেও তামিমের অধীনে শিরোপা জিতেছিলো বরিশাল। 

শিরোপা ধরে রাখার মিশনে আগামীকাল শুক্রবার ফাইনালে চট্টগ্রাম কিংসের মুখোমুখি হবে বরিশাল। 

বিএইচ/

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর