Logo

খেলা

টানা দ্বিতীয়বার বিপিএল চ্যাম্পিয়ন বরিশাল

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ২২:১২

টানা দ্বিতীয়বার বিপিএল চ্যাম্পিয়ন বরিশাল

টানা দ্বিতীয়বার বিপিএল চ্যাম্পিয়ন হয়েছে ফরচুন বরিশাল। ৩ উইকেটের ব্যবধানে চিটাগং কিংসকে হারিয়ে জয় তুলে নেয় তারা। 

১৯৫ রানের লক্ষ্য ছিল। শেষ ওভারে প্রয়োজন ছিল ৮ রান। বোলার হোসাইন তালাত। উইকেটে ছিলেন রিশাদ হোসেন আর এবাদত হোসেন। প্রথম বলেই লং অনের ওপর দিয়ে সোজা ছক্কা মারেন রিশাদ।

পরের বলে একটি সিঙ্গেল এবং একটি ওয়াইড। তিন বল বাকি থাকতেই ৩ উইকেটের ব্যবধানে জয় তুলে নেয় ফরচুন বরিশাল। টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হলো তামিম ইকবালের দল।

এর আগে টস হেরে ব্যাট করতে নামে চিটাগং কিংস। ৩ উইকেট হারিয়ে ১৯৪ রান সংগ্রহ করে তারা। জবাবে ১৯.৩ ওভারে ৭ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় বরিশাল।

ডিআর/এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর