চ্যাম্পিয়ন্স ট্রফি
দলে এত স্পিনার কেন? প্রশ্ন অশ্বিনের

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:২২

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে শনিবার দুবাই যাচ্ছে ভারতীয় ক্রিকেট দল। দুবাইতে পাঁচ স্পিনার নিয়ে যাচ্ছে ভারতীয় দল। এ নিয়ে প্রশ্ন তুলেছেন তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বিন।
রোহিত শর্মার নেতৃত্বাধীন চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াডে স্পিনার হিসেবে রয়েছেন রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী ও ওয়াশিংটন সুন্দর।
ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজ শেষ হওয়ার পর চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য টিম ইন্ডিয়ার স্কোয়াড ঘোষণা করে। যশস্বী জয়সওয়ালের দলে নেওয়া হয়েছে বরুণ চক্রবর্তীকে। চোটের জন্য ছিটকে যাওয়া জসপ্রীত বুমরার বদলি হিসেবে হর্ষিত রানাকে দলে যুক্ত করা হয়েছে।
দল নির্বাচন প্রসঙ্গে নিজের ইউটিউব চ্যানেলে অশ্বিন বলেন, আমি বুঝতে পারছি না কী কারণে দুবাইয়ে পাঁচজন স্পিনার নেওয়া হয়েছে। অথচ যশস্বী জয়সওয়ালকে বসিয়ে দেওয়া হয়েছে। লম্বা সফরের জন্য তিন-চারজন স্পিনার নেওয়া হয়ে থাকে, কিন্তু পাঁচজন স্পিনার দুবাইয়ের জন্য একটু বেশিই মনে হচ্ছে। আমার মতে, অন্তত একজন অতিরিক্ত স্পিনার নেওয়া হয়েছে।
অশ্বিনের মতে, চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য কুলদীপ যাদব ও বরুণ চক্রবর্তী ভারতের মূল একাদশে সুযোগ পাবেন। তবে তিনি জানিয়েছেন, সম্প্রতি আইএল টি-টোয়েন্টিতে দেখা গেছে, দুবাইতে বল খুব একটা টার্ন করেনি। বরং তুলনায় ব্যাটিংয়ে অনেক বেশি সাহায্য পেয়েছে দলগুলো।
সহজেই ১৮০-এর বেশি রান তাড়া করতে পেরেছে। এ কারণেই অশ্বিনের প্রশ্ন, বলই যদি না ঘোরে দুই স্পিনার খেলিয়ে কী লাভ? এ কারণেই দল নির্বাচন নিয়ে কিছুটা অস্বস্তিতে রয়েছেন ভারতের তারকা স্পিনার।
ডিআর/এমরি