Logo

খেলা

যে কারণে ভারতের বিপক্ষে খেলেননি মাহমুদুল্লাহ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৫, ২২:৫৯

যে কারণে ভারতের বিপক্ষে খেলেননি মাহমুদুল্লাহ

ডান পায়ের পেশীতে টান পড়ায় চ্যাাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে একাদশ সুযোগ পাননি বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটার মাহমুদুল্লাহ রিয়াদ।

ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে অভিজ্ঞ এই ব্যাটার বাদ পড়ায় প্রশ্নের জন্ম হয়েছে। কিন্তু পরবর্তীতে টিম ম্যানেজমেন্ট নিশ্চিত করেছে, এই ইনজুরির কারণে একাদশে রাখা হয়নি  মাহমুদুল্লাহকে।

দুবাইতে পৌঁছানোর পর বাংলাদেশের প্রথম অনুশীলন সেশনে ইনজুরিতে পড়েন ৩৯ বছর বয়সী মাহমুদুল্লাহ। পুরোপুরি সুস্থ না হওয়ায় ভারতের বিপক্ষে মাঠে নামতে পারেননি তিনি।

যদিও মাহমুদুল্লাহর ইনজুরি খুব বেশি গুরুতর নয় বলে মনে করা হচ্ছে। টিম ম্যানেজমেন্ট তার পুনর্বাসনের উপর নজর রাখছে।

ওয়ানডে ক্রিকেটে ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন মাহমুদুল্লাহ। গত পাঁচ ম্যাচের মধ্যে চারটিতেই হাফ-সেঞ্চুরি করেছেন তিনি।

বিএইচ/

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর