Logo

প্রযুক্তি

ফ্যাক্ট চেকিংয়ের পরিবর্তে ‘কমিউনিটি নোটস’ আসছে

Icon

তথ্যপ্রযুক্তি ডেস্ক

প্রকাশ: ১৫ মার্চ ২০২৫, ১৪:১৬

ফ্যাক্ট চেকিংয়ের পরিবর্তে ‘কমিউনিটি নোটস’ আসছে

সোশ্যাল মিডিয়া জায়ান্ট মেটা এবার কনটেন্ট যাচাইয়ের জন্য নতুন পদ্ধতি চালু করতে যাচ্ছে। এতদিন প্ল্যাটফর্মের তথ্য যাচাইয়ে তৃতীয় পক্ষের ফ্যাক্ট চেকিং ব্যবস্থা ব্যবহার করা হতো, তবে এবার সেই ব্যবস্থা বদলে নতুন ফিচার ‘কমিউনিটি নোটস’ পরীক্ষামূলকভাবে চালু করা হচ্ছে।

প্রথম ধাপে ফেসবুক, ইনস্টাগ্রাম এবং থ্রেডসে যুক্তরাষ্ট্রে এটি চালু হবে। মেটার দাবি, এই নতুন পদ্ধতিতে ব্যবহারকারীরাই যাচাই করা তথ্য যুক্ত করতে পারবেন, যা পরবর্তীতে কনটেন্ট মডারেশনের কাজে ব্যবহৃত হবে।

নতুন এই পদ্ধতিতে নির্দিষ্ট কিছু ব্যবহারকারী পোস্ট বা তথ্যের সত্যতা যাচাই করে সেখানে সংশ্লিষ্ট ব্যাখ্যা বা নোট সংযুক্ত করতে পারবেন। ফ্যাক্ট-চেকারদের পরিবর্তে সাধারণ ব্যবহারকারীরা তথ্য যাচাই করতে পারবেন।

নোটসের মাধ্যমে পোস্টের নির্ভরযোগ্যতা যাচাই করা হবে। ব্যবহারকারীরা পোস্টের তথ্য সম্পর্কে মতামত বা ব্যাখ্যা দিতে পারবেন। মেটার বিশেষ অ্যালগরিদম এই নোটগুলোর প্রাসঙ্গিকতা বিশ্লেষণ করবে। এটি মূলত এক্স (পূর্ববর্তী টুইটার) প্ল্যাটফর্মের ২০২১ সালে চালু করা ‘কমিউনিটি নোটস’ ফিচারের মতো।

মেটার মতে, তৃতীয় পক্ষের ফ্যাক্ট-চেকিং ব্যবস্থা অনেক সময় সীমাবদ্ধ হয়ে পড়ে। এতে স্বচ্ছতার অভাব দেখা দেয়। নতুন ‘কমিউনিটি নোটস’ পদ্ধতিতে ব্যবহারকারীরাই সরাসরি পোস্ট যাচাই করতে পারবেন, যা বেশি কার্যকর হতে পারে।

১৭ মার্চ ২০২৫ থেকে পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে। প্রথম ধাপে যুক্তরাষ্ট্রের দুই লাখ ব্যবহারকারী এতে অংশ নিতে পারবেন। কেবল ১৮ বছরের বেশি বয়সী ও ছয় মাসের পুরনো অ্যাকাউন্টধারীরা নোটস দিতে পারবেন।

  • এমজে
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর