Logo

ভিডিও

নাটোরে গঙ্গাস্নান উৎসবে পূণ্যার্থীদের ঢল

Icon

মেহেদী হাসান তানিম, নাটোর

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৫, ১২:৩১

নাটোরের নলডাঙ্গায় শত শত পূণ্যার্থীর অংশগ্রহণে ২শ বছরের পুরনো ঐতিহ্যবাহী গঙ্গাস্নান উৎসব অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ এপ্রিল) উপজেলার পূর্ব সোনাপাতিল শ্বশান ঘাট ও শ্যামনগর বারনই নদীতে ভোর থেকে শুরু হয়ে দিনব্যাপী এ পূণ্যস্নান চলেছে।

চৈত্র মাসের অষ্টমী তিথিতে প্রতি বছর এ স্নান অনুষ্ঠিত হয়। যেখানে পাপমুক্ত হয়ে পূণ্য লাভের আশায় হাজার হাজার পূণ্যার্থী যোগ দেন।

মেহেদী হাসান তানিম/এআরএস/এইচআর/এমএন


Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর