Logo
Logo

জাতীয়

‘সাদপন্থীদের সঙ্গে আ.লীগের যোগসাজশ আছে’

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৪, ১৫:৫৫

সাদপন্থীদের সঙ্গে আ.লীগের যোগসাজশ আছে বলে অভিযোগ করেছেন তাবলীগের মাওলানা জুবায়ের আহমেদের অনুসারীরা। 

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) কাকরাইল মসজিদ প্রাঙ্গণে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়। এ সময় মাওলানা মোহাম্মদ সাদ কান্ধলভীর অনুসারীদের বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধের দাবি জানানো হয়।

জুবায়েরপন্থীদের পক্ষে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন, মুফতি কেফায়েত উল্লাহ আজহারী। তিনি বলেন, ‘আওয়ামী লীগ ও তার দোসররা যোগসাজশ করে সাদপন্থীদের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার নীলনকশা করেছিল। এই নীলনকশা বাস্তবায়নে পার্শ্ববর্তী একটি দেশ ও ইসরায়েলের প্রত্যক্ষ মদদ রয়েছে বলে কিছু জাতীয় দৈনিকে প্রকাশিত হয়েছে।’

তিনি আরও বলেন, ‘১৭ তারিখের হামলা ও ২০১৮ সালের পয়লা ডিসেম্বরে হামলার সাথে জড়িত আসামিদের গ্রেপ্তার ও বিচার করতে হবে।’

উল্লেখ্য, তাবলীগ জামাতের দুটি অংশ জুবায়ের ও সাদপন্থীদের মধ্যে গত কয়েক বছর ধরে দ্বন্দ্ব চলছে। বিভিন্ন সময়ে সংঘর্ষেও গড়িয়েছে। সর্বশেষ গত ১৭ ডিসেম্বর টঙ্গীর তুরাগ তীরে অবস্থিত বিশ্ব ইজতেমা ময়দানের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দু'পক্ষের সংঘর্ষে চারজন নিহত হন। এ ঘটনায় উভয়পক্ষের অর্ধশত অনুসারী আহত হন।

সংঘর্ষের একপর্যায়ে জুবায়েরপন্থীদের ধাওয়া দিয়ে ইজতেমা ময়দানের নিয়ন্ত্রণ নেন সাদপন্থীরা। পরে জুবায়েরপন্থীরা পুনরায় সংগঠিত হয়ে বিক্ষোভ-সমাবেশ শুরু করলে পরিস্থিতি আরও খারাপের দিকে যাওয়ার আশঙ্কা তৈরি হয়।

সংঘর্ষ ও হতাহতের ঘটনায় উভয় পক্ষ একে অপরের ওপর দায় চাপিয়েছেন। 

ডিআর/এমজে/এনজে 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর