যারা নির্বাচনী অপরাধ করেছে, তাদের শাস্তি দেওয়া যৌক্তিক : বদিউল
মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট
প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৪, ১৫:৪৪
যারা নির্বাচনী অপরাধ করেছে, তাদের শাস্তি দেওয়া যৌক্তিক বলে মন্তব্য করেছেন নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাজশাহীতে নির্বাচনব্যবস্থা সংস্কার বিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
নির্বাচন কমিশন ও নির্বাচনব্যবস্থা সংস্কারের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ‘দেশের নির্বাচনী ব্যবস্থা ভেঙে পড়েছে। এটি সংস্কারের জন্য অংশীজনরা মতামত দিয়েছেন। যেখানে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে।’
তিনি আরও বলেন, ইভিএম পদ্ধতি বাতিলসহ ইভিএমের সরঞ্জাম ক্রয়ে শত শত কোটি টাকা দুর্নীতির তদন্ত হওয়া উচিত।
জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভাটির আয়োজন করে নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশন। এতে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংঠনের নেতৃবৃন্দসহ নির্বাচন কমিশনের প্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।
এমজে/এমএইচএস