Logo

সারাদেশ

বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত

Icon

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৫, ১২:৪৬

চাঁপাইনবাবগঞ্জের তেলকুপি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে হাবিল নামে এক বাংলাদেশি কৃষক গুলিবিদ্ধ হয়েছেন।

গুলিবিদ্ধ কৃষকের পরিবার জানায়, সীমান্তে জমিতে কাজ করার সময় গুলি করছে বিএসএফ। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির জন্য নেওয়া হয়েছে।

শনিবার (২৫ জানুয়ারি) বেলা ১১টায় বিষয়টি নিশ্চিত করেছেন শাহাবাজপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সদস্য কাসেদ আলী।

তিনি বলেন, ‘শনিবার ভোর রাত আনুমানিক ৪টার দিকে গমের জমিতে পানি দিতে যান হাবিল। এই সময় তাকে লক্ষ্য করে বিএসএফ গুলি ছুড়লে আহত হন। হাবিল খুব ভালো ছেলে। তিনি কোনো প্রকার চোরাকারবারির সঙ্গে জড়িত নয়। এমনকি তার নামে কোনো মামলাও নাই।’

এ বিষয়ে মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া বলেন, ‘শনিবার ভোররাত আনুমানিক সাড়ে ৩টার দিকে সাত থেকে আটজন চোরাকারবারি ভারতে প্রবেশ করে। এই সময় বিএসএফ দুই থেকে তিন রাউন্ড গুলি ছোড়ে। কেউ আহত হয়েছে কিনা তা এখনো জানি না। এ ব্যাপারে বিস্তারিত পরে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জানাতে পারব।’

বদিউজ্জামান রাজাবাবু/এমআই/এনআর/

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর