Logo

সারাদেশ

প্রতিষ্ঠাবার্ষিকীতে দেশজুড়ে শিবিরের চমক

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৫০

প্রতিষ্ঠাবার্ষিকীতে দেশজুড়ে শিবিরের চমক

ছবি: সংগৃহীত

১৯৭৭ সালের ৬ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে যাত্রা শুরু করে ইসলামী ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। গত ৫ আগস্ট স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতনের ৬ মাস পর সারাদেশে প্রকাশ্যে রাজপথে বড় শো-ডাউন করেছে ছাত্র সংগঠনটি। 

ক্ষমতাসীন সরকারের দমন-নিপিড়নের শিকার ছাত্রশিবির বৃহস্পতিবার ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে দেশজুড়ে লাখো কর্মী-সমর্থকের অংশগ্রহণে বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ করেছে। 


মানিকগঞ্জ

মানিকগঞ্জে হাজারো কর্মী-সমর্থকদের অংশগ্রহণে আনন্দ র‌্যালি করেছে ছাত্রশিবির। সকাল ১০টায় বাসস্ট্যান্ড এলাকা থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে র‌্যালিটি। এতে উপস্থিত ছিলেন- জামায়াতে ইসলামী মানিকগঞ্জ জেলা আমির হাফেজ মাওলানা কামরুল হাসানসহ ছাত্রশিবিরের শীর্ষ নেতারা।

বগুড়া

একযুগ পর বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে ছাত্রশিবির। সরকারি আজিজুল হক কলেজ ক্যাম্পাস থেকে র‌্যালি শুরু হয়ে সাতমাথায় মুক্তমঞ্চে এসে শেষ হয়। বক্তারা বলেন, খুনি হাসিনা বিদেশে পালালেও জনগণের প্রতিরোধ থেকে রক্ষা পাবে না।

ফেনী 

বিকেল ৩টায় ফেনীর পাইলট হাইস্কুল মাঠ থেকে শুরু হয় র‌্যালিটি। কেন্দ্রীয় শিল্প ও সাংস্কৃতিক সম্পাদক হাফেজ এস এম আবু মুসার নেতৃত্বে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহিদ মিনারে সমাবেশ অনুষ্ঠিত হয়।

বান্দরবান 

মেধা ও সততায় গড়ব সবার বাংলাদেশ—এ প্রতিপাদ্য সামনে রেখে বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে ছাত্রশিবির।

বাগেরহাট

ফিলিস্তিনের পতাকা, সংগঠনের ব্যানার, ফেস্টুন হাতে নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে বাগেরহাট জেলা ছাত্রশিবির।

ফরিদপুর 

ফরিদপুরে প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয় শোভাযাত্রা। এ সময় বক্তারা বলেন, ২৩৪ জন ভাই শাহাদত বরণ করলেও ছাত্রশিবির আদর্শিক শক্তি নিয়ে টিকে আছে।

পিরোজপুর

পিরোজপুরে ছাত্রশিবিরের আয়োজনে বিশাল র‌্যালি বের হয়। এতে প্রায় ৪ হাজার নেতাকর্মী এতে অংশ নেন।

চাঁদপুর

বর্ণাঢ্য আয়োজনে ছাত্রশিবির চাঁদপুর শহরে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করেছে। অনুষ্ঠানে বক্তারা বলেন, জাতির প্রত্যাশা পূরণে ছাত্রশিবির আদর্শিক নেতৃত্ব দিয়ে এগিয়ে যাবে।

টাঙ্গাইল

টাঙ্গাইলে ১৭ বছর পর প্রকাশ্যে শো-ডাউন করে ছাত্রশিবির। টাঙ্গাইল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশ হয়।

সাতক্ষীরা 

১৫ বছর পর প্রকাশ্যে সাতক্ষীরায় ছাত্রশিবিরের বিশাল শো-ডাউন। বক্তারা বলেন, ফ্যাসিস্ট হাসিনার বিচার এবং দোসরদের অপসারণের আন্দোলন আরও বেগবান হবে।

দীর্ঘ দমন-পীড়ন কাটিয়ে ইসলামী ছাত্রশিবির আবারও রাজপথে। তাদের এই শো-ডাউন রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে।

এআরএস/এফএটি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর