Logo

আন্তর্জাতিক

ইউএসএআইডি কর্মীরা অফিস ছাড়ার সময় পেল ১৫ মিনিট

Icon

নিউইয়র্ক প্রতিনিধি

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ০০:২৮

ইউএসএআইডি কর্মীরা অফিস ছাড়ার সময় পেল ১৫ মিনিট

ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ইউএসএ আইডি)-এর কর্মীদের ১৫ মিনিটের মধ্যে অফিস ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন ট্রাম্প প্রশাসন। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাতে জানানো হয়, তারা তাদের অফিস থেকে জিনিসপত্র সংগ্রহ করার জন্য মাত্র ১৫ মিনিট সময় পাবেন। ট্রাম্প প্রশাসন সংস্থাটি কার্যত বন্ধ করার পদক্ষেপ নিচ্ছে।

এক বার্তায় বলা হয়েছে, সমস্ত কর্মী ও তাদের সম্পত্তি নিয়ে প্রবেশের সময় ম্যাগনেটোমিটার এবং এক্সরে মেশিনের মাধ্যমে স্ক্রিনিংয়ের মধ্য দিয়ে যাবে। কর্মীদের তাদের কর্মস্থলে নিয়ে যাওয়া হবে। যেখানে তারা তাদের ব্যক্তিগত সামগ্রী সংগ্রহ করতে পারবেন। আনুমানিক ১৫ মিনিটের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়সীমার মধ্যেই সমস্ত জিনিসপত্র সরিয়ে নিতে হবে।

কর্মীদের অবশ্যই নিজেদের বাক্স, ব্যাগ, টেপ ও অন্যান্য পাত্র সঙ্গে আনতে হবে তাদের ব্যক্তিগত জিনিস সরিয়ে নেওয়ার জন্য। এই উপকরণ সংস্থার পক্ষ থেকে সরবরাহ করা হবে না।

এই বার্তাটি কর্মীদের টেক্সট মেসেজের মাধ্যমে পাঠানো হয়। কারণ অনেক কর্মীর ইমেইল অ্যাক্সেস নিষ্ক্রিয় করা হয়েছে। বর্তমানে এটি ইউএসএআইডি ওয়েবসাইটে পোস্ট করা একমাত্র তথ্য।

ইউএসএআইডি-এর বেশিরভাগ কর্মীকে প্রশাসনিক ছুটিতে পাঠানো হয়েছে। তাদের অফিস বা ইউএসএআইডি-এর অন্যান্য সিস্টেমে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি।

এর আগে রোববার ট্রাম্প প্রশাসন ইউএসএ আইডি-এর ১,৬০০ কর্মীকে বরখাস্ত করার ঘোষণা দেয়। সংস্থার প্রায় ৪,২০০ কর্মী বাদে বাকিদের প্রশাসনিক ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত নেয়।

একই ঘোষণায় উল্লেখ করা হয়, সংস্থার কর্মীদের চাকরি স্থায়ীভাবে বাতিল করার জন্য কর্মীসংখ্যা কমানোর প্রক্রিয়া শুরু হবে। ট্রাম্প প্রশাসনের আগে, ইউএসএআইডিতে স্থায়ী সরকারি কর্মী ও ঠিকাদার মিলিয়ে প্রায় ১৪,০০০ ছিল।

এই পদক্ষেপগুলো নেওয়া হয় একটি ফেডারেল বিচারক সরকারি সংস্থাটি বন্ধ করার বিরুদ্ধে কর্মীদের আবেদন সাময়িকভাবে প্রত্যাখ্যান করার পর। ইউএসএআইডি-এর তহবিল বন্ধ থাকায় সংস্থাটির খাদ্য সহায়তা প্রদান, অভিবাসন প্রতিরোধ এবং বৈশ্বিক পর্যায়ে চীনের প্রভাব মোকাবিলার প্রচেষ্টা ব্যাহত হয়েছে।

কেই/এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর