Logo

আন্তর্জাতিক

ট্রাম্পের ‘গোল্ড কার্ড’ পেতে ২ লাখ ৫০ হাজার আবেদন, নেই বাংলাদেশিরা

Icon

নিউইয়র্ক প্রতিনিধি

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১০:০৯

ট্রাম্পের ‘গোল্ড কার্ড’ পেতে ২ লাখ ৫০ হাজার আবেদন, নেই বাংলাদেশিরা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ‘গোল্ড কার্ড’ কর্মসূচির আওতায় এখন পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশ থেকে ২ লাখ ৫০ হাজার আবেদন জমা পড়েছে। তবে এই তালিকায় কোনো বাংলাদেশির নাম নেই। ট্রাম্প প্রশাসন ইবি-৫ ইনভেস্টর ভিসার পরিবর্তে ‘গোল্ড কার্ড’ নামে একটি নতুন অভিবাসন ব্যবস্থা চালু করতে যাচ্ছে। যা বিদেশি বিনিয়োগকারীদের জন্য নতুন সুযোগ এনে দেবে।

মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য সচিব হাওয়ার্ড লাটনিক বুধবার ফক্স নিউজ চ্যানেলের এক বিশেষ সাক্ষাৎকারে জানান, ট্রাম্প প্রশাসন এই কর্মসূচির মাধ্যমে বিপুল অর্থ সংগ্রহ করে দেশের ঋণ পরিশোধের পরিকল্পনা করছে।

লাটনিক বলেন, ‘আমরা এখনই ২ লাখ ৫০ হাজার আবেদন পেয়েছি। যদি তারা প্রত্যেকে ৫০ লাখ ডলার প্রদান করে, তাহলে এটি মার্কিন অর্থনীতিতে সরাসরি ১.২৫ ট্রিলিয়ন ডলার এনে দেবে।’

তিনি আরও জানান, যারা এই কর্মসূচির আওতায় আসবেন, তারা উচ্চপর্যায়ের বিনিয়োগকারী এবং উদ্যোক্তা হবেন, যারা যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।

সূত্র জানিয়েছে, এত বিপুল বিনিয়োগের পরিমাণ বাংলাদেশিদের জন্য চড়া মূল্য হিসেবে বিবেচিত হচ্ছে। গোল্ড কার্ডের জন্য নির্ধারিত ৫০ লাখ ডলার বা প্রায় ৬০ কোটি টাকা বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক বড় অঙ্ক। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সাবেক সরকারের কিছু পলাতক মন্ত্রী ও আমলা এই ভিসার জন্য আবেদন করতে পারেন।

ট্রাম্প প্রশাসন মঙ্গলবার ঘোষণা করেছে, তারা যুক্তরাষ্ট্রের ইনভেস্টর ভিসা ব্যবস্থায় পরিবর্তন আনছে। এর বিকল্প হিসেবে ‘গোল্ড কার্ড’ চালু করবে। ট্রাম্প বলেছেন, ‘আমরা এখন গোল্ড কার্ড বিক্রি করতে যাচ্ছি। এটি গ্রিন কার্ডের চেয়েও উন্নত সুবিধা দেবে এবং নাগরিকত্ব পাওয়ার পথ খুলে দেবে। ধনী ব্যক্তিরা এই কার্ড কিনে যুক্তরাষ্ট্রে আসবে, প্রচুর অর্থ ব্যয় করবে, কর দেবে ও কর্মসংস্থান তৈরি করবে।’

প্রেসিডেন্ট ট্রাম্প আরও দাবি করেন, নতুন এই কর্মসূচির মাধ্যমে ১০ লাখ গোল্ড কার্ড বিক্রির পরিকল্পনা রয়েছে এবং এটি অর্থনীতির জন্য বড় ইতিবাচক পরিবর্তন আনবে।

ট্রাম্প প্রশাসন জানিয়েছে, আগামী দুই সপ্তাহের মধ্যেই এই কর্মসূচি চালু করা হবে। তবে এটি বাস্তবায়নের জন্য মার্কিন কংগ্রেসের অনুমোদনের প্রয়োজন নেই বলে ট্রাম্প মনে করেন। যদিও এখন পর্যন্ত স্পষ্ট করা হয়নি, কীভাবে আবেদন করা যাবে এবং কোন ধরনের যাচাই-বাছাই হবে।

বিনিয়োগের বিপরীতে গ্রিন কার্ড পাওয়ার প্রচলিত ইবি-৫ ভিসা প্রোগ্রামের ওপর ‘গোল্ড কার্ড’ কর্মসূচির কী প্রভাব পড়বে, তা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। অনেক বিশ্লেষক মনে করছেন, নতুন গোল্ড কার্ড চালু হলে ইবি-৫ প্রোগ্রাম বিলুপ্ত হতে পারে।

কেই/এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর