Logo

আন্তর্জাতিক

দুইয়ের বেশি সন্তান হলেই আয়করমুক্ত থাকবেন মায়েরা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৩৩

দুইয়ের বেশি সন্তান হলেই আয়করমুক্ত থাকবেন মায়েরা

ছবি : সংগৃহীত

হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর ওরবান দেশটির মায়েদের জন্য এক বিশেষ ঘোষণা দিয়েছেন। এবার থেকে দুই বা তার বেশি সন্তান থাকা কর্মরত মায়েরা আর কর দেবেন না। সম্প্রতি রাজধানী বুডাপেস্টে এক বক্তৃতার সময় এই ঘোষণা দেন তিনি। 

ভিক্টর ওরবান বলেন, এই সুবিধা শুধুমাত্র সেই সব মায়েদের জন্য প্রযোজ্য হবে যারা দুই বা তার বেশি সন্তান পালন করছেন।

তিনি জানান, তিন সন্তানের মা’দের জন্য এই নিয়ম অক্টোবর থেকে কার্যকর হবে। আর দুই সন্তানের মা’দের জন্য আগামী বছরের জানুয়ারি থেকে এটি কার্যকর হবে।

রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, ভিক্টর ওরবান এই ঘোষণা দিয়ে মূলত নির্বাচনের আগে ভোটারদের মন জয় করার চেষ্টা করছেন। তবে, এটি শুধু নির্বাচনী কৌশল নয়, বরং দেশের জন্মহার বাড়ানোর উদ্দেশ্যেও এই পদক্ষেপ নেয়া হয়েছে বলে দাবি অনেকের।

সূত্র : রয়টার্স ও আনাদোলু অ্যাজেন্সি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর