Logo

আন্তর্জাতিক

বিয়ের ৩ দিন আগেই নিজেকে নিজে গুলি করলেন পুলিশকর্মী

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৫১

বিয়ের ৩ দিন আগেই নিজেকে নিজে গুলি করলেন পুলিশকর্মী

আহত হিমাংশবাবু

আর ৩দিন পরই বিয়ের পিঁড়িতে বসবেন তিনি, তবে এর আগেই কর্তব্যরত অবস্থায় নিজেকে নিজেই গুলি করলেন এক পুলিশকর্মী। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ভারতের চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালের লক আপের সামনে এই ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্যের নাম হিমাংশুবাবু (২৬)। পাঁচ বছর আগে রাজ্য পুলিশে চাকরি পান তিনি। 

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার হিমাংশবাবুর ডিউটি ছিল চুঁচুড়া পুলিশ লাইনে। এদিন ইমামবাড়া হাসপাতালের লক আপের পাহারায় ছিলেন এই কন্সটেবল। তার সঙ্গে ছিলেন আরও এক পুলিশকর্মী। সহকর্মী শৌচাগারে গেলে হঠাৎ নিজেকে লক্ষ্য করে গুলি চালান হিমাংশু। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে ইমামবাড়া হাসপাতালেই ভর্তি করেন। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক।

পরিবার সূত্রে জানা গেছে, আগামী ৩ মার্চ হিমাংশুর বিয়ের দিন নির্ধারিত ছিল। সেজন্য শুক্রবার বাড়ি ফেরার কথা ছিল তার। কিন্তু তার আগে কী এমন হলো যে নিজেকে নিজে গুলি করলেন, এ বিষয়ে কিছুই জানেন না তারা। এ ঘটনার মূল রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।

এটিআর/

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর