Logo

আন্তর্জাতিক

পাকিস্তানে মসজিদে আত্মঘাতি হামলা, বরেণ্য আলেমসহ নিহত ৬

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৫২

পাকিস্তানে মসজিদে আত্মঘাতি হামলা, বরেণ্য আলেমসহ নিহত ৬

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের নওশেরার আকোরা খাট্টাকে অবস্থিত ঐতিহ্যবাহী কওমি মাদ্রাসা দারুল উলুম হাক্কানিয়ার জামে মসজিদে ভয়াবহ আত্মাঘাতি বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত অন্তত ৬ জন মুসল্লি নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে জিও নিউজ। 

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) জুমার নামাজের পর মসজিদটির বহির্গমন রাস্তায় হামলার ঘটনাটি ঘটে। নিহতের মধ্যে পাকিস্তানের বরেণ্য আলেম, জমিয়তে উলামায়ে ইসলামের (এস) প্রধান নেতা ও ওই মাদ্রাসার মুহতামিম মাওলানা হামিদুল হক হক্কানিও রয়েছেন। 

মাওলানা হামিদুল হক হক্কানি দলটির সাবেক নেতা মাওলানা সামিউল হক হাক্কানির ছেলে। সামিউল হকও আততীয়দের হামলায় নিহত হয়েছিলেন। বাবার মতো তারও একই পরিণতি হলো।

খাইবার পাখতুনখাওয়ার আইজিপি জুলফিকার হামিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, আজকের ঘটনায় এখন পর্যন্ত ৬ জন নিহত হয়েছেন এবং গুরুতর আহত হয়েছেন আরও বেশ কয়েকজন মুসল্লি।

তিনি আরও নিশ্চিত করেছেন যে, হামলার প্রধান লক্ষ্য ছিলেন জামিয়া হক্কানিয়ার মুহতামিম মাওলানা হামিদুল হক হক্কানি।  

নওশেরার ডেপুটি কমিশনার ইরফানুল্লাহ মেহসুদ বলেছেন, মাওলানা হামিদুল হক হাক্কানির মরদেহ সিএমএইচ নওশেরায় স্থানান্তরিত করা হয়েছে।

ইরফানুল্লাহ জানিয়েছেন, হামলা মসজিদটির ওই রাস্তার ওপর করা হয়েছে, নামাজের পর যেখান দিয়ে মাওলানা হামিদুল হক বাসায় ফিরছিলেন। 

আকোরা খাট্টাকের বিস্ফোরণের পর পেশোয়ারের লেডি রিডিং হাসপাতালে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে এবং এই বিষয়ে হাসপাতালটির মুখপাত্র প্রশাসন এবং চিকিৎসাকর্মীদের সতর্ক থাকার এবং যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন।

সূত্র : জিও নিউজ

বিএইচ/

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর