Logo

আন্তর্জাতিক

সৌদির আকাশে নতুন চাঁদ, শনিবার থেকে রোজা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২১:১৪

সৌদির আকাশে নতুন চাঁদ, শনিবার থেকে রোজা

সৌদি আরবের আকাশে নতুন চাঁদ দেখা গেছে। দেশটি ঘোষণা করেছে, আগামীকাল শনিবার (১ মার্চ) সেখানে প্রথম রোজা অনুষ্ঠিত হবে। আজ প্রথম তারাবি। খরব আল আরাবিয়ার।

একই সঙ্গে শুক্রবার রাত ৯টার দিকে বাংলাদেশের খবরের মক্কা প্রতিনিধি ইয়াহইয়া আল মাহবুব জানিয়েছেন, মক্কার আকাশেও তারা চাঁদ দেখেছেন।

সৌদির মতো আজ ইন্দোশিয়া ও অস্ট্রেলিয়াতেও রমজান মাসের নতুন চাঁদ দেখা গেছে। তবে মালয়েশিয়া, ব্রুনাই, সিংগাপুরের আকাশে শুক্রবার নতুন চাঁদ দেখা যায়নি। 

পাকিস্তানের কোনো অঞ্চলেও শুক্রবার সন্ধ্যায় চাঁদের দেখা মেলেনি। সংবাদমাধ্যম জিও নিউজ দেশটির হেলাল কমিটির সূত্রে বিষয়টি নিশ্চিত করেছে। 

বিএইচ/এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর