Logo
Logo

আন্তর্জাতিক

ভারতীয় সংস্থার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা জারি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৪, ০৮:৩৪

ভারতীয় সংস্থার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা জারি

ছবি: সংগৃহীত।

সম্প্রতি ইউক্রেনের সঙ্গে চলমান যুদ্ধে রাশিয়াকে সহায়তা করার অভিযোগে যুক্তরাষ্ট্র একাধিক দেশের ৩৯৮টি সংস্থা ও ব্যক্তির বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে। এই তালিকায় দুই ভারতীয় নাগরিক এবং ১৯টি ভারতীয় সংস্থাও রয়েছে।

বুধবার এই নিষেধাজ্ঞার কথা ঘোষণা করে যুক্তরাষ্ট্র। এতে রাশিয়া, চীন, তুরস্ক, হংকং, থাইল্যান্ড, মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরশাহি, সুইজারল্যান্ডসহ ভারতের ১৯টি সংস্থা নিষেধাজ্ঞার আওতায় এসেছে। অভিযোগ রয়েছে যে, এসব সংস্থা ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়াকে সাহায্য করার জন্য প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করেছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের জানায়, ট্রেজারি বিভাগ ২৭০টি ব্যক্তি ও সংস্থাকে চিহ্নিত করেছে, এবং বাণিজ্য মন্ত্রণালয় ৪০টি সংস্থার নাম প্রকাশ করেছে।

ভারতীয় সংস্থাগুলোর মধ্যে অন্যতম হলো ‘অ্যাসেন্ট এভিয়েশন ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড’, যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তারা ২০২৩ সালের মার্চ থেকে ২০২৪ সালের মার্চের মধ্যে রাশিয়াভিত্তিক সংস্থাকে ৭০০-এর বেশি সামরিক যন্ত্রাংশ সরবরাহ করেছে। এসব পণ্যের মধ্যে ২ লাখ ডলারেরও বেশি মূল্যের কমন হাই প্রায়োরিটি তালিকাভুক্ত (সিএইচপিএল) পণ্য রয়েছে, যা যুদ্ধ পরিচালনার জন্য অপরিহার্য।

একই অভিযোগ রয়েছে আরেক ভারতীয় সংস্থা ‘মাস্ক ট্রান্স’ এর বিরুদ্ধে। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় থাকা রাশিয়ান সংস্থাকে ৩ লাখ ডলার মূল্যের সামগ্রী সরবরাহ করেছে তারা।

এছাড়াও, ‘ফিউট্রেভো’ এবং ‘শ্রেয়া লাইফ সায়েন্সেস প্রাইভেট লিমিটেড’ নামের আরও দুটি সংস্থা রাশিয়ার সামরিক কার্যক্রমে সহায়তা করেছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে ফিউট্রেভো-এর বিরুদ্ধে প্রায় ১৪ লাখ ডলারের বৈদ্যুতিক সরঞ্জাম সরবরাহের অভিযোগ রয়েছে।

যুক্তরাষ্ট্রের দাবি, এই সংস্থাগুলো নিষেধাজ্ঞা এড়িয়ে রাশিয়াকে আন্তর্জাতিক অর্থনীতিতে সহযোগিতা করছে। যা ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়াকে সাহায্য করছে। এই পরিস্থিতিতে, যুক্তরাষ্ট্র প্রযুক্তিগত সহায়তা এবং যন্ত্রাংশের আমদানি বন্ধ করার জন্য কঠোর পদক্ষেপ নিতে সচেষ্ট।

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর