পাকিস্তানে ভয়াবহ বিস্ফোরণে ৫ শিশুসহ নিহত ৭
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০১ নভেম্বর ২০২৪, ০৯:১৮
ছবি : সংগৃহীত।
পাকিস্তানের বেলুচিস্তানের মাস্তুং জেলায় ভয়াবহ এক বিস্ফোরণে পাঁচ শিশুসহ কমপক্ষে সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৭ জন। দেশটির প্রভাবশালী সংবাদমাধ্যম ‘দ্য ডন’ এ খবর জানিয়েছে।
স্থানীয় পুলিশের বরাত দিয়ে সংবাদমাধ্যম ‘দ্য ডন’ জানায়, শুক্রবার (১ নভেম্বর) স্থানীয় সময় সকাল সাড়ে ৮টার দিকে বিস্ফোরণের ঘটনাটি ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো গোষ্ঠী দায় স্বীকার করেনি।
কালাত বিভাগের পুলিশ কমিশনার নাঈম বাজাই বলেন, ‘এখন পর্যন্ত পাঁচ শিশু, এক পুলিশসহ সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৭ জন।’
তিনি বলেন, মাস্তুং সিভিল হাসপাতালের পাশে সকাল ৮টা ৩৫ মিনিটের দিকে বিস্ফোরণটি ঘটে। মনে হচ্ছে এটা পুঁতে রাখা আইইডি (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) বিস্ফোরণ।
পুলিশ কমিশনার বলেন, আহতদের নবাব ঘৌস বখশ হাসপাতাল এবং মাস্তুং জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তাদের মধ্যে ছয়জনকে উন্নত চিকিৎসার জন্য কোয়েটায় স্থানান্তরিত করা হয়েছে।