Logo
Logo

আন্তর্জাতিক

ইসরায়েলে হিজবুল্লাহর রকেট হামলা, নিহত ৭

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৪, ১০:০২

ইসরায়েলে হিজবুল্লাহর রকেট হামলা, নিহত ৭

ছবি : সংগৃহীত।

ইসরায়েলে রকেট হামলা করেছে লেবানন ভিত্তিক সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। এসময় পৃথক দুটি রকেট হামলায় ইসরায়েলের উত্তরাঞ্চলে সাতজন নিহত হয়েছেন।

শুক্রবার (০১ নভেম্বর) এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।

লেবানন সীমান্তের মেতুলা শহরে রকেটের আঘাতে এক ইসরায়েলি কৃষক ও চার বিদেশি কৃষি শ্রমিক নিহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ।

থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী মারিস সানগিয়ামপংসা নিশ্চিত করে জানান, এই রকেট হামলা চার থাই নাগরিক নিহত হয়েছেন। তিনি জানান, অপর এক থাই কর্মী আহত হয়েছেন।

এছাড়া উপকূলীয় শহর হাইফার শহরতলীতে কিব্বুৎজ আফেক এলাকার জলপাই বাগানে এক ইসরায়েলি নারী ও তার প্রাপ্তবয়স্ক ছেলে সন্তান নিহত হয়েছেন।

এ সম্পর্কে হিজবুল্লাহ জানিয়েছে, তারা হাইফার উত্তরের ক্রাইয়োত অঞ্চল ও লেবাননের শহর খিয়ামের দক্ষিণে ইসরায়েলি সেনাবাহিনীকে লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে। লেবাননের ওই শহর মেতুলা সীমান্তের ঠিক ওপারেই অবস্থিত।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) লেবানন থেকে ধেয়ে আসা দু’টি ক্ষেপণাস্ত্র শনাক্ত করতে সক্ষম হলেও প্রতিহত করতে পারেনি আইডিএফ। ক্ষেপণাস্ত্র দুটি সকালে মেতুলার কাছে আঘাত হানে।

ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফ জানিয়েছে, পশ্চিম গ্যালিলি অঞ্চলে মোট ৫৫টি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। বিকেলের শুরুতে গ্যালিলির মধ্যাঞ্চল ও আপার গ্যালিলিও আক্রান্ত হয়। কয়েকটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয় এবং বাকিগুলো ‘উন্মুক্ত’ জায়গায় আঘাত হেনেছে বলে দাবি করেছে আইডিএফ।

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর