পশ্চিমবঙ্গ
আতশবাজির আগুনে প্রাণ গেল ৩ শিশুর
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৪, ০২:০৪
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হাওড়ার উলুবেড়িয়ায় আতশবাজি আগুনে তিনজনের মৃত্যু হয়েছে। নিহত তিনজনই শিশু। শুক্রবার (১ নভেম্বর) উলুবেড়িয়ার বাজারপাড়া এলাকার এ ঘটনা ঘটে।
ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার সূত্রে জানা গেছে, আতশবাজি পুড়িয়ে আনন্দ করছিল শিশু-কিশোররা। হঠাৎ আতশবাজির আগুন পাশের একটি বাড়িতে গিয়ে পড়ে। বাড়িতে থাকা রান্নার গ্যাস সিলিন্ডারে আগুন লেগে বিস্ফোরণ ঘটে। ঘরের মধ্যে থাকা পরিবারের সদস্যেরা আটকে পড়েন। অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় তানিয়া মিস্ত্রি, ইশান ধাড়া ও মমতাজ খাতুনের। মনীষা খাতুন নামে এক কিশোরী গুরুতর আহত। তাদের সবাইকে পরে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
আগুন লাগার খবর পাওয়ার কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিরে দুটি ইউনিট। উলুবেড়িয়া থানার পুলিশও ঘটনাস্থলে যায়। স্থানীয়রা জানান, আগুনে পুড়ে যাওয়া বাড়িতে প্রচুর বাজি মজুত করে রাখা ছিল। তাছাড়া, পেট্রল ও ডিজেল রাখা ছিল। সেই কারণে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। পাশের একটি দোকানেও আগুন লেগে যায়।