Logo
Logo

আন্তর্জাতিক

বতসোয়ানায় সংসদ নির্বাচনে ৫৮ বছর পর হার ক্ষমতাসীনদের

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৪, ০৩:৩৫

বতসোয়ানায় সংসদ নির্বাচনে ৫৮ বছর পর হার ক্ষমতাসীনদের

ছবি : সংগৃহীত।

আফ্রিকার বতসোয়ানায় ক্ষমতা লাভের ৫৮ বছর পর নির্বাচনে হেরে গেছে ক্ষমতাসীন দল। ১৯৬৬ সালে যুক্তরাজ্যের কাছ থেকে স্বাধীনতা লাভের পর থেকে দেশটির ক্ষমতায় ছিল বতসোয়ানা ডেমোক্রেটিক পার্টি (বিডিপি)। দলের সর্বশেষ প্রেসিডেন্ট ছিলেন মোখেসি মাসিসি।

দেশটির নতুন প্রেসিডেন্ট হতে যাচ্ছেন ৫৪ বছর বয়সী আইনজীবী দুমা বোকো। তিনি বিরোধী জোট আমব্রেলা ফর ডেমোক্রেটিক চেঞ্জের (ইউডিসি) প্রার্থী।

চলতি সপ্তাহে বতসোয়ানায় পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে চারটি দল অংশ নিয়েছিল। রাষ্ট্রীয় টেলিভিশনে শুক্রবার (১ নভেম্বর) সর্বশেষ প্রকাশিত ফলাফলে দেখা যায়, ৬১টি নির্বাচনী আসনের মধ্যে ৫৫টির ফল প্রকাশ হয়েছে। এর মধ্যে ৩২টি আসনে জয়ী হয়ে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে ইউডিসি। আর মাত্র চারটি আসনে জয় পেয়ে সর্বশেষ অবস্থান চারে আছে বিডিপি।

বিশ্লেষকদের মতে, মূলত আর্থসামাজিক বিভিন্ন সংকটের কারণে তরুণ ভোটারদের আকৃষ্ট করতে পারেনি বিডিপি। তারা ৫৮ বছর ধরে একই মোড়কে দেশ শাসন করে আসছিল। নতুন করে আর কোনো কিছু জাতির সামনে উপস্থাপন করতে পারেনি।  

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর