গাজায় নিহত আরও ৪৫, জাতিসংঘ বলছে ‘মানবসৃষ্ট দুর্ভিক্ষ’

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৫, ০৭:৫৪

দক্ষিণ গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে জীবন বাঁচাতে লড়ছে ফিলিস্তিনি শিশু ওসামা এল-রাকাব /ছবি : আনাদোলু
ফিলিস্তিনি ভূখণ্ড গাজা উপত্যকায় ইসরায়েল ‘মানবসৃষ্ট’ ও ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ দুর্ভিক্ষ চাপিয়ে দিচ্ছে বলে অভিযোগ করেছে জাতিসংঘ।
শনিবার (২৬ এপ্রিল) সকালে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা।
জাতিসংঘের খাদ্য অধিকার বিষয়ক বিশেষ প্রতিনিধি মাইকেল ফাখরি বলেন, গাজায় খাদ্য প্রবেশের সব পথ বন্ধ করে ইসরায়েল দুর্ভিক্ষ চাপিয়ে দিচ্ছে। এটি পরিকল্পিত ও উদ্দেশ্যপ্রণোদিত।
তিনি বলেন, ৫০ দিনের বেশি সময় ধরে ইসরায়েল গাজায় মানবিক সহায়তা ঢুকতে দিচ্ছে না। এই অবরোধ চলতে থাকলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে।
জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) জানিয়েছে, গাজায় তাদের সব খাদ্য মজুদ শেষ হয়ে গেছে। নতুন করে সহায়তা পাঠানোও সম্ভব হচ্ছে না, কারণ ইসরায়েল রাফাসহ সব প্রবেশপথ বন্ধ রেখেছে।
এদিকে শুক্রবার (২৬ এপ্রিল) গাজাজুড়ে নতুন করে চালানো ইসরায়েলি হামলায় কমপক্ষে ৪৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন।
আল জাজিরা জানায়, এদিন সকাল থেকে গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় চালানো বিমান হামলা ও গোলাবর্ষণে অন্তত ৪৫ জন প্রাণ হারিয়েছেন।
গাজার সরকারি মিডিয়া অফিসের তথ্য অনুযায়ী, ইসরায়েলের ১৮ মাসের হামলায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৬১ হাজার ৭০০-এর বেশি মানুষ। আহত হয়েছেন আরও ১ লাখ ১৭ হাজারের বেশি। অনেকেই এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন বলে জানানো হয়েছে।
এদিকে, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেবে মোট নিহতের সংখ্যা ৫১ হাজার ৪৩৯। নিহতদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাই বেশি।
- এটিআর