Logo

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে বিচারককে গ্রেপ্তার, উত্তপ্ত রাজনীতি

Icon

নিউইয়র্ক প্রতিনিধি

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৫, ০৮:৩২

যুক্তরাষ্ট্রে বিচারককে গ্রেপ্তার, উত্তপ্ত রাজনীতি

ছবি : রয়টার্স

মার্কিন অভিবাসন ইস্যুতে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কড়া অবস্থানের প্রেক্ষাপটে উইসকনসিন অঙ্গরাজ্যের এক বিচারককে গ্রেপ্তার করেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কর্তৃপক্ষ। অভিযোগ উঠেছে, ওই বিচারক ইমিগ্রেশন কর্তৃপক্ষের হাতে এক অভিবাসনপ্রত্যাশীকে আটক থেকে রক্ষা করতে গিয়ে সরকারি কার্যক্রমে বাধা দিয়েছেন।

গ্রেপ্তার হওয়া বিচারক হান্না ডুগান মিলওয়াকির কাউন্টি সার্কিট কোর্টের দায়িত্বে ছিলেন। অভিযোগে বলা হয়েছে, গত ১৮ এপ্রিল তার আদালতে হাজির হওয়া এক ব্যক্তিকে (এডুয়ার্ডো ফ্লোরেস-রুইজ) গ্রেপ্তারে কোনো বিচারিক ওয়ারেন্ট ছাড়াই উপস্থিত হন ইমিগ্রেশন কর্মকর্তারা। তখন বিচারক তাকে আদালতের সাধারণ দরজা বাদ দিয়ে জুরি প্রবেশদ্বার দিয়ে বের হওয়ার সুযোগ দেন। তবে শেষ পর্যন্ত আদালতের বাইরে তাকে ধরে ফেলে ইমিগ্রেশন কর্তৃপক্ষ।

এ ঘটনায় শুক্রবার (২৫ এপ্রিল) ডুগানকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতে হাজির করা হলে তিনি জামিনে মুক্তি পান। আগামী ১৫ মে তার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করা হবে।

বিচারক ডুগানের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, তিনি নিজেকে নির্দোষ প্রমাণে আইনি লড়াই চালিয়ে যাবেন।  

এদিকে, যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি বলেন, আইনের শাসন বজায় রাখার জন্য বিচারকদের উচিত আইনি প্রক্রিয়ায় সহায়তা করা, বাধা দেওয়া নয়।

অন্যদিকে, ট্রাম্প প্রশাসনের সমালোচক ডেমোক্র্যাট সিনেটর ডিক ডারবিন বলেন, একজন বিচারককে গ্রেপ্তার করে কি আমেরিকা আরও নিরাপদ হলো?

উল্লেখ্য, একই সপ্তাহে নিউ মেক্সিকো অঙ্গরাজ্যে আরেক সাবেক বিচারক জোয়েল ক্যানো এবং তার স্ত্রীকে গ্রেপ্তার করা হয়। অভিযোগ, তারা এক বন্দুকধারী অভিযুক্তকে সাহায্য করতে গিয়ে মোবাইল ফোনের আলামত নষ্ট করেছেন। অভিযুক্ত ব্যক্তি ভেনেজুয়েলান গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ত বলে ধারণা করা হচ্ছে।

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর