সিন্ধুতে হয় পানি, না হয় ভারতীয়দের রক্ত বইবে : বিলওয়াল

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৫, ১০:২৯

পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি ভারতের প্রতি তীব্র হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘যদি আমাদের পানি বন্ধ করা হয়, তাহলে নদীতে তোমাদের রক্ত বইবে।’
ভারতের একতরফা সিন্ধু পানি চুক্তি বাতিলের ঘোষণার প্রতিক্রিয়ায় শুক্রবার এক জনসভায় তিনি এই হুশিয়ারি দেন।
নয়াদিল্লি যখন ইসলামাবাদের দরজায় দাঁড়িয়ে যুদ্ধের দামামা বাজাতে শুরু করেছে ও একতরফাভাবে সিন্ধু পানি চুক্তি বাতিলের ঘোষণা দিয়েছে, তখন বিলাওয়ালের এই কড়া বার্তা পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে আলোড়ন সৃষ্টি করেছে।
পাহেলগামে হামলার পর ভারতের একতরফা চুক্তি প্রত্যাহারের প্রতিক্রিয়ায় পিপিপি চেয়ারম্যান সিন্ধু সভ্যতা নিয়ে বলেন, ‘মোদি যতই দাবি করুন না কেন, প্রকৃত সভ্যতা কিন্তু মোহেঞ্জোদারোতে, লারকানায়। আমরা এই সভ্যতার আসল অভিভাবক, আমরাই এর রক্ষা করব।’
সিন্ধু প্রদেশের সুক্কুরে এক জনসভায় তিনি হুঁশিয়ারি দেন, ‘সিন্ধু আমাদের, আর চিরকাল আমাদেরই থাকবে। এই নদীতে যদি পানি না থাকে, তাহলে তোমাদের (ভারতীয়দের) রক্ত বইবে।’
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সিন্ধু সভ্যতার উত্তরাধিকারের দাবিকে চ্যালেঞ্জ করে বিলাওয়াল বলেন, ‘তিনি বলেন, তারা হাজার বছরের পুরোনো সভ্যতার উত্তরসূরি। কিন্তু সেই সভ্যতা আছে লারকানায়। মোদির উসকানিমূলক আচরণ ও নদীর পানি অন্যত্র সরিয়ে নেওয়ার চেষ্টাকে পাকিস্তানের জনগণ ও আন্তর্জাতিক সমাজ কখনোই মেনে নেবে না।’
তিনি বলেন, ‘মোদি সিন্ধু নদী ও এর তীরের মানুষের সহস্র বছরের সম্পর্ক ছিন্ন করতে পারবেন না। আজ ভারতের নজর পড়েছে পাকিস্তানের পানির ওপর। তাই সময় এসেছে—সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নিজেদের পানি রক্ষা করতে হবে। বিশ্বকে জানিয়ে দিতে হবে, সিন্ধুর উপর ডাকাতি বরদাস্ত করা হবে না।’
পাকিস্তানের ইতিহাসে সবচেয়ে কম বয়সে পররাষ্ট্রমন্ত্রী হওয়া বিলাওয়াল বলেন, ‘পাকিস্তান সন্ত্রাসবাদের ভুক্তভোগী। তাই ভারতের সাম্প্রতিক হামলায় আমরাও শোকাহত। কিন্তু মোদি সরকার নিজ দেশের ব্যর্থতা ঢাকতে পাকিস্তানকে দোষারোপ করছে।’
তিনি বলেন, ‘যে চুক্তির মাধ্যমে ভারত স্বীকৃতি দিয়েছিল যে সিন্ধু নদ পাকিস্তানের, আজ সেই চুক্তিকে তারা প্রমাণ ছাড়া বাতিল করেছে।’
বিলাওয়াল তার সমর্থকদের ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে দুর্বার আন্দোলনের জন্য প্রস্তুত থাকতে বলেন। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের প্রতি সংহতি জানিয়ে তিনি বলেন, ‘পিপিপি ও পিএমএল-এনের মধ্যে রাজনৈতিক মতভেদ থাকলেও ভারতের বিরুদ্ধে আমরা একসঙ্গে দাঁড়াব।’
সভায় উপস্থিত ছিলেন সিন্ধুর মুখ্যমন্ত্রী সৈয়দ মুরাদ আলী শাহ, পিপিপির সিন্ধু প্রাদেশিক সভাপতি নিসার আহমেদ খুহরো, সুক্কুরের সিনিয়র নেতা সৈয়দ খুরশীদ শাহসহ অন্যান্য নেতারা।
ওএফ